World

সুরক্ষা কর্মীর গুলিতে হত পাকিস্তানে কর্মরত আফগান কূটনীতিক

Published by
News Desk

পাকিস্তানে কর্মরত আফগান কূটনীতিককে গুলি করে হত্যা করল তাঁরই ব্যক্তিগত সুরক্ষাকর্মী। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরের ওল্ড ক্লিফটন এলাকায়। পাক পুলিশের দাবি, সোমবার সকালে আফগান কূটনীতিক জাকি আবু-র সঙ্গে কোনও একটি কারণে কথা কাটাকাটি হয় সুরক্ষাকর্মী হায়াতুল্লার। ঝগড়া চলাকালীন আচমকাই হাতে থাকা বন্দুক উঁচিয়ে আবুকে গুলি করে হায়াতুল্লা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আবুর। পুলিশ হায়াতুল্লাকে গ্রেফতার করেছে। তবে এই ঘটনার পিছনে কোনও সন্ত্রাসবাদী যোগ নেই বলে দাবি করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর এলাকা ঘিরে তল্লাশিও করে পাক পুলিশ।

 

Share