World

পাকিস্তানে বিষমদ কাণ্ড, মৃত ২৩

Published by
News Desk

বড়দিনের সন্ধেয় সেলিব্রেশন নতুন কিছু নয়। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের টোবা টেক সিং শহরে খ্রিস্টান ধর্মবলম্বি কিছু মানুষ ঘরোয়া পদ্ধতিতে তৈরি মদ দিয়ে সেই সেলিব্রেশনেই মেতে উঠেছিলেন। কিন্তু সেই মদ যে তাঁদের জীবনে এমন ভয়ংকর সন্ধে নিয়ে আসবে তা তাঁরা ঘুণাক্ষরেও টের পাননি। পুলিশ জানিয়েছে স্থানীয় এক ব্যক্তি বাড়িতেই এই মদ তৈরি করে পলিথিন প্যাকেটে ৫০০ টাকা করে বিক্রি করেছিলেন। সকলেই তা কিনেছিলেন। এই সেলিব্রেশনে ক্রেতা ও বিক্রেতা উভয়েই সামিল হন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁরা সকলে অসুস্থ বোধ করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ২৩ জনকে বাঁচানো যায়নি। ৪৫ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে হোলির আগের দিনও পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের একাংশ এভাবেই বিষ মদ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন।

 

Share
Published by
News Desk