World

এই ছিল, এই নেই, নিমেষে মুছে গেল ১টি গ্রাম, সেখানে তৈরি হল হ্রদ

চোখের সামনে মুছে গেল ১টি গ্রাম। এই ছিল বহাল তবিয়তে। হারিয়ে গেল সবকিছু। আর সেখানে তৈরি হয়ে গেল একটি হ্রদ।

তাঁদের গ্রাম যে এভাবে চোখের সামনে মুছে যেতে পারে তা ভাবতেও পারেননি সেখানকার বাসিন্দারা। অন্য একটি লাগোয়া গ্রামেরও অবস্থা খারাপ। তবে এমনটা নয়। একটি হিমবাহ হ্রদ ভেঙে এক ভয়ংকর পরিস্থিতির শিকার হল রশান নামে গ্রামটি।

হিমবাহ হ্রদটি ভেঙে যাওয়ার পর সেই জলরাশি দানবীয় চেহারা নিয়ে নেমে আসে নিচের দিকে। তারপর আছড়ে পড়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার রশান গ্রামের ওপর।

তখন সকাল। গ্রামের মানুষ নিজের নিজের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় সেই জলরাশি এসে ভাসিয়ে নিয়ে যায় সবকিছু। কমপক্ষে ৩০০টি বাড়ি ও অনেক দোকান জলের তোড়ে নিমেষে ভেসে চলে যায়।

গ্রামটির ৮০ শতাংশই নিশ্চিহ্ন হয়ে গেছে। গ্রামবাসীদের হতাহতের সংখ্যা পরিস্কার নয়। অনেক গ্রামবাসীই জলে ভেসে গেছেন। গ্রামটি ভাসিয়ে নিয়ে যাওয়ার পর সেই ধ্বংসস্তূপের মধ্যেই এক অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া যায়। যেখানে গ্রাম ছিল সেখানে কিছুক্ষণের ব্যবধানে একটি হ্রদ জন্ম নিয়েছে। ছোটখাটো হ্রদ নয়। প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে হ্রদটি তৈরি হয়।

রশান গ্রামের হাল সবচেয়ে বেহাল হলেও তার লাগোয়া তিলদাস গ্রামের অবস্থাও নেহাত ভাল নয়। সেখানেও এই হিমবাহ হ্রদ ভাঙা জল ধ্বংসলীলা চালিয়েছে। ধ্বংসলীলা থেকে মুক্তি পায়নি আশপাশের আরও কয়েকটি গ্রাম।

সেখানে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষকে উদ্ধার করে অস্থায়ী তাঁবুতে রাখা হয়েছে। তাঁদের খাবার ও পানীয় জল সহ অন্যান্য সুবিধার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

তুষার যুগের পর আচমকা জেগে উঠল সে, মাঝে পার হল ১২ হাজার বছর

সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…

November 26, 2025

৯৫ বছর বয়সে এখনও বাস চালান, বিস্ময় বৃদ্ধের নামে দিবস ঘোষণা করল শহর প্রশাসন

যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…

November 25, 2025

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…

November 25, 2025

৭০ বছর পর বাংলায় দেখা মিলল অতি বিরল প্রজাতির হরিণের, যার নাভিতে থাকে ভুবনভোলা গন্ধ

অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…

November 25, 2025

ঘুমন্ত রাজ্য বলে পরিচিত দেশের এই রাজ্য, পিছনে রয়েছে বিশেষ কারণ

এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…

November 25, 2025

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025