World

জল বাড়ছে বিতস্তা নদীতে, পাকিস্তান বলছে ভারত এসব করছে

পাকিস্তানে বিতস্তা নদীতে জল বাড়ছে। আর তার জন্য ভারতের দিকে আঙুল তুলছে পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরে ঝিলম নদীর জল বাড়ছে।

Published by
News Desk

অনন্তনাগের ভেরিনাগ এলাকায় জন্ম। তারপর ঝিলম বা বিতস্তা নদী বয়ে গেছে জম্মু কাশ্মীরের ওপর দিয়ে। সীমানা পার করে এরপর তা পাকিস্তানে প্রবেশ করেছে। সেই বিতস্তা বা ঝিলম নদীর জল হঠাৎ বেড়ে গেছে বলে দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তানের দাবি, ঝিলমের জল এভাবে আচমকা বেড়ে যাওয়ার জন্য ভারতের দিকেই আঙুল তুলেছে ভারত-পাক সীমান্তবর্তী পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদের প্রশাসন।

তাদের দাবি, ভারত জল ছাড়ার আগে তাদের কিছু জানায়নি। ফলে আচমকাই জল বেড়ে গেছে ঝিলমে। আর তা এমন অবস্থার সৃষ্টি করেছে যে পাকিস্তানের মুজফ্ফরাবাদের বেশ কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতির সম্ভাবনা।

ভারত এভাবে না জানিয়েই জল ছেড়ে দেওয়ার পিছনে পহেলগাম কাণ্ড রয়েছে বলে মনে করছে পাক প্রশাসন। তাদের মতে, ভারত ইচ্ছে করেই তাদের সায়েস্তা করতে এমনটা করেছে।

পহেলগামের ঘটনার পর সিন্ধু জল চুক্তিকে সামনে রেখে পাকিস্তানের এই সন্ত্রাসকে মদত দেওয়ার বিরামহীন প্রবণতার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা যে ভারত করবে তা পরিস্কার করে দিয়েছে প্রশাসন।

তবে ঝিলমের জল ছাড়াটা যে তার অংশ এমনটা কিন্তু ভারতের তরফে মোটেও জানানো হয়নি। তা সত্ত্বেও পাকিস্তান এখন ঝিলমের জল বাড়ার পিছনেও ভারতের হাত দেখছে।

এদিকে পাকিস্তানের মুজফ্ফরাবাদে ঝিলম নদীর ধারে বসবাসকারীদের প্রয়োজনে সুরক্ষিত জায়গায় সরে যেতে বলা হয়েছে সেখানকার স্থানীয় প্রশাসনের তরফে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Pakistan

Recent Posts