World

প্রেমিকার জন্য আনা বার্গারে কামড় নাড়িয়ে দিয়ে গেল দেশকে

প্রেমিকার জন্য আনা বার্গারটিতে তার বন্ধু কামড় বসিয়ে দেয়। প্রেমিকা ও এক বন্ধুকে বাড়িতে নিমন্ত্রণ করেছিল এক যুবক। এরপরের ঘটনা সৃষ্টি করল দেশজোড়া আলোড়ন।

Published by
News Desk

প্রেমিকাকে বাড়িতেই আমন্ত্রণ জানিয়েছিল এক যুবক। প্রেমিকা আসবেন বলে আগে থেকেই তাঁর জন্য বার্গার আনিয়ে রেখেছিল। এদিকে শুধু প্রেমিকা নয়, তার এক বন্ধুকেও বাড়িতে আমন্ত্রণ করেছিল সে। কিন্তু বার্গার আনিয়েছিল ২টি।

ওই বন্ধু বাড়িতে এসে বার্গার দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি। লোভ সামলাতে না পেরে তিনি কামড় বসিয়ে দেন বন্ধুর প্রেমিকার জন্য আনা বার্গারের একটা অংশে।

প্রেমিকার জন্য আনা বার্গারে বন্ধুকে কামড় বসাতে দেখে রেগে আগুন হয়ে যায় যুবক। শুরু হয় ২ জনের মধ্যে তর্কাতর্কি। এক সময় তর্ক আরও বড় আকার নেয়।

যে যুবক প্রেমিকাকে বাড়িতে ডেকেছিল তার বাবা পুলিশের বড় আধিকারিক। বাড়িতে ছিল একটি বন্দুক। সেই বন্দুকটি সে তুলে নেয় হাতে। তাক করে বার্গারে কামড় বসানো বন্ধুর দিকে।

তারপর চালিয়ে দেয় গুলি। গুলিতে জখম হয়ে লুটিয়ে পড়ে ওই বন্ধু। তাকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার প্রাণ নেই বলে জানিয়ে দেন চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের করাচিতে।

বন্ধুর প্রেমিকার জন্য আনা বার্গারে একটা কামড় বসানো যে অবশেষে তাঁর জীবন কাড়বে তা বোধহয় কল্পনা করতে পারেননি কিরিও নামে ওই যুবক। এদিকে ঘটনার পর পুলিশ কর্তার ছেলে দানিয়ালকে আটক করে পুলিশ।

এই ঘটনা নিয়ে পাকিস্তান জুড়ে হইচই পড়ে যায়। সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর অনেকের মধ্যেই ঘটনা ঘিরে আলোড়ন সৃষ্টি হয়।

Share
Published by
News Desk
Tags: Pakistan

Recent Posts