Sports

একে অপরকে চড় কষানোই খেলা, কোন খেলায় এমনটা হয়

প্রতিযোগীরা একে অপরকে চড় কষাতে থাকেন। এ আসলে এক ধরনের খেলা। খুব চেনা একটি খেলার ধরন এটি। যার কথা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

Published by
News Desk

কাবাডি ভারতের অন্যতম প্রধান খেলা। কাবাডি কেমন করে খেলতে হয় তা কমবেশি প্রায় সকলেরই জানা। আর এটাও সেই সঙ্গে জানা যে কাবাডি খেলা ২টি দলের মধ্যে হয়।

কিন্তু হালেই আরও এক ধরনের কাবাডির কথা গোটা বিশ্বে ছড়িয়েছে। যা দেখে বিশ্ববাসী বেশ মজাও পেয়েছেন। এ কাবাডি অবশ্য ২টি দলের মধ্যে খেলা হয়না। খেলা হয় ২ জন প্রতিযোগীর মধ্যে।

বিশাল খোলা মাঠে খেলা হয়। প্রতিযোগীদের পরনে থাকে একটি করে জাঙ্গিয়া বা হাফপ্যান্ট জাতীয় পোশাক। বাকি দেহ সম্পূর্ণ উন্মুক্ত।

এই কাবাডি পুরুষদের মধ্যেই এখনও সীমাবদ্ধ। একে বলা হয় থাপ্পড় কাবাডি। এ খেলায় থাপ্পড়ই সব। তার ওপরই নির্ভর করছে হারজিত।

২ প্রতিযোগী একে অপরকে চড় কষাতে থাকবেন। একজন চড় মারছেন অন্যজন পাল্টা চড় মেরে তাঁর চড় খাওয়ার সংখ্যাকে কাটছেন। এটাই খেলা। একজন রেফারিও থাকেন খেলায়। তবে এ খেলা প্রধানত গ্রামীণ খেলা।

পাকিস্তানে এই থাপ্পড় কাবাডি বেশ জনপ্রিয়। সেখানে গ্রামাঞ্চলে বহু মানুষ ভিড় করে এই খেলা দেখেন, মজা পান ২ প্রতিযোগীর চড় মারামারি দেখে।

যিনি জেতেন তাঁকে ওই দর্শকরাই যে যার মত অর্থ দেন। সেটাই তাঁর জয়ের পুরস্কার বা প্রাপ্তি। এমন এক থাপ্পড় কাবাডির ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর তা রীতিমত বিশ্বজুড়ে প্রচার পেয়েছে।

Share
Published by
News Desk
Tags: Pakistan

Recent Posts