World

৪৭ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল পাক বিমান

Published by
News Desk

বিমানে যাত্রী সংখ্যা ছিল ৪৭। ‌খাইবার-পাখতুন এলাকার চিত্রাল শহর থেকে রওনা দিয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি ইসলামাবাদ আসছিল। পথে অ্যাবোটাবাদের পিপলিয়ানের কাছে বিমানটিতে আকাশেই আগুন ধরে যায়। তারপরই সেটি ভেঙে পড়ে। পাক বিমান সংস্থা তরফে জানান হয়েছে, বিমানটি বিকেল সাড়ে ৩টে নাগাদ চিত্রাল বিমানবন্দর থেকে আকাশে ওড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের ব়্যাডার থেকে হারিয়ে যায়। ভেঙে পড়া বিমানের উদ্ধারকাজে সেনা নামানো হয়েছে। অকুস্থলে পাঠানো হয়েছে হেলিকপ্টার। আশঙ্কা করা হচ্ছে যাত্রীদের মধ্যে কেউই আর বেঁচে নেই।

 

Share
Published by
News Desk