World

রাত ১০টার পর বিয়ে নয়, নির্দেশ জারি

রাত ১০টার পর বিয়ে করা যাবে না। কোনও বিয়ের অনুষ্ঠান যেন না হয়। এমনই এক ফতোয়া জারি হল এক শহরে।

Published by
News Desk

বিয়ে মানেই তো একটা উৎসবের মেজাজ। আলো ঝলমলে আনন্দ আবহ। সেখানে রাত ১০টা তো বেজেই যায়। বলা ভাল রাত কটা হল বিয়ে বাড়িতে অনেক সময় তা বোঝার উপায় থাকেনা। ঘড়ি দেখে জানতে হয় কটা বাজে।

সেখানে এ শহরে রাত ১০টার পর বিয়েবাড়ি বন্ধ করার নির্দেশ জারি হল। রাত ১০টা বেজে গেলে আর কোনও বিয়েবাড়ি তার অনুষ্ঠান চালাতে পারবেনা। যা করার তার আগে।

যদি তা কেউ না শুনে রাত ১০টার পরও বিয়ের অনুষ্ঠান চালিয়ে যান তাহলে সেই পরিবারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে সরকার। তাও জানিয়ে দেওয়া হয়েছে।

এই ফতোয়া জারি হয়েছে পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদে। খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই নির্দেশ জারির নির্দেশ দিয়েছেন। সেইমত ইসলামাবাদে এই ফতোয়া জারি হয়েছে।

এখানেই শেষ নয়, বিয়েতে আসা অতিথিদের যথেচ্ছ খাওয়ানো চলবে না। তাঁদের মাথাপিছু একটি ডিশ বরাদ্দ করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হল বলেও জানানো হয়েছে।

পাকিস্তান এখন আর্থিক দিক থেকে চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুতের সমস্যা। পাকিস্তানে এখন প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না। যা আগে আরও বেশি ছিল। চরম সংকট তৈরি হয়েছে জ্বালানি তেল নিয়েও। সব মিলিয়ে এক জেরবার পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন সেখানকার মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Pakistan

Recent Posts