World

ঘোলা জলে মাছ ধরার চেষ্টা, আন্তর্জাতিক নারী দিবসের নাম বদলের প্রস্তাব

আসছে আন্তর্জাতিক নারী দিবস। ৮ মার্চ দিনটি বিশ্বজুড়ে পালিত হয়। এবার সেই দিনটির নাম বদলে দিতে চায় প্রতিবেশি দেশ।

Published by
News Desk

ঘোলা জলে মাছ ধরার চেষ্টা শুরু করল পাকিস্তান। ভারতে হিজাবকে কেন্দ্র করে বিতর্ককে সামনে রেখে এবার সেই চেষ্টা শুরু করে দিল পাকিস্তান।

পাকিস্তানের ধর্ম সংক্রান্ত বিষয়ক মন্ত্রী নূরুল হক কাদরি এবার প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছেন। তাঁর দাবি, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের নাম বদলে তাকে আন্তর্জাতিক হিজাব দিবস হিসাবে পালন করা হোক।

প্রধানমন্ত্রী ইমরান খানকে আসন্ন আন্তর্জাতিক নারী দিবসের দিনটিকে আন্তর্জাতিক হিজাব দিবস বলে ঘোষণার প্রস্তাব দিয়েছেন কাদরি। ওইদিন পাকিস্তান জুড়ে নারীদের মিছিল বার হবে বলেও জানিয়েছেন তিনি।

আদপে আন্তর্জাতিক হিজাব দিবস পালন করে ভারতের ওপর চাপ তৈরি করতে চাইছেন কাদরি। ওইদিন ভারতের ওপর হিজাব কেন্দ্রিক বিতর্ককে সামনে তুলে ধরে সারা বিশ্বকে দিয়ে চাপ দেওয়ার কৌশল নেওয়ার পরিকল্পনা করেছেন কাদরি।

যদিও ইমরান প্রশাসন এখনও দিনটি নিয়ে কোনও ঘোষণার পথে হাঁটেনি। তবে এখনও হাতে সময় রয়েছে। ফলে পাকিস্তান যে ভারতে তৈরি হওয়া হিজাব বিতর্ককে সামনে রেখে সারা বিশ্বে ভারত বিরোধী একটা প্রচার চাইছে তা পরিস্কার।

প্রসঙ্গত আন্তর্জাতিক নারী দিবস দিনটি নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সাফল্যকেই তুলে ধরে। নারীর স্বাধীনতার পক্ষে সওয়াল করে।

সেই দিনকে অন্য পথে হেঁটে পাকিস্তান সরকার আন্তর্জাতিক হিজাব দিবস হিসাবে পালন করে কিনা সেদিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Pakistan

Recent Posts