World

বিশ্বের সবচেয়ে দূষিত নদীর জলে পাওয়া গেল জ্বর সারানোর প্যারাসিটামল

বিশ্বের সবচেয়ে দূষিত নদীর নাম এবার সকলের সামনে এল। কেন তা সবচেয়ে দূষিত নদী তাও প্রকাশ্যে এসে পড়েছে। যা চমকিত করেছে বহু মানুষকে।

Published by
News Desk

বিশ্বের সবচেয়ে দূষিত নদী কোনটি? তার খোঁজেই নেমেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। বিশ্বের বিভিন্ন নদীর জল সংগ্রহ করে তা পরীক্ষা করতে থাকেন তাঁরা।

এভাবেই তাঁরা এসে পৌঁছন বিশ্বের সবচেয়ে দূষিত শহরে। যা ভারতের লাগোয়া দেশেই রয়েছে। পাকিস্তানের লাহোর হল বিশ্বের সবচেয়ে দূষিত শহর।

তার গা দিয়ে বয়ে গেছে ইরাবতী নদী। সেই নদীর জলে এবার বিশ্বের সবচেয়ে বেশি দূষণ পাওয়া গেল। যার জেরে ইরাবতী নদীর গায়ে লেগেছে বিশ্বের দূষিততম নদীর তকমা।

ইরাবতী নদীর জল মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য এক ভয়ের কারণ বলে চিহ্নিত হয়েছে। গবেষকেরা ইরাবতী নদীর জলে প্যারাসিটামল সহ নিকোটিন, ক্যাফিন ও মৃগী রোগ সারানোর ওষুধের খোঁজ পেয়েছেন।

ইরাবতী নদীর আশপাশে রয়েছে অনেকগুলি ওষুধ প্রস্তুতকারক সংস্থার কারখানা। সেখানকার বর্জ্য এসে পড়ে এই ইরাবতী নদীর জলে। যা সরাসরি এসে পড়ছে, কোনও শোধন ছাড়াই।

ফলে ওষুধ প্রস্তুত করতে প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিকও মিশছে জলের সঙ্গে। যা ইরাবতী নদীর জলকে ভয়ংকর রকম দূষিত করে তুলেছে।

বলিভিয়া ও ইথিওপিয়ার নদীর জলেও প্রবল দূষণ পাওয়া গিয়েছে। এখানে প্রশ্ন আসে তাহলে সবচেয়ে পরিস্কার দূষণমুক্ত জল কোন নদীর?

ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, নরওয়ে, সুইডেন এবং অ্যামাজন রেন ফরেস্টের নদীর জল সবচেয়ে দূষণমুক্ত। এখানকার নদীগুলিকেই সেরা বলে ব্যাখ্যা করেছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts