World

মাঝ আকাশে ঘনিষ্ঠ যুগল, কম্বল দিয়ে ঢাকলেন বিমানসেবিকা

মাঝ আকাশে যুগলের কাণ্ড নিয়ে রীতি মত হৈচৈ পড়ে গেছে। তাঁদের ২ জনকে আলাদা করতে না পেরে কম্বল দিয়ে ঢেকে দেন বিমানসেবিকা।

Published by
News Desk

বিমান তখন জমি থেকে অনেক উঁচুতে উড়ছে। যাত্রীরা যে যাঁর মত বসে আছেন। এমন সময় সকলে লক্ষ্য করেন যে বিমানে বসা এক যুবক ও এক যুবতী চুম্বনে লিপ্ত হয়েছেন।

বিমান ভর্তি যাত্রীদের মাঝে তাঁদের এমন কাণ্ডে কিছুটা হতবাক হয়ে যান সকলে। কিন্তু এখানেই শেষ নয়, চুম্বন দিয়ে শুরু করে ক্রমশ তাঁরা আরও ঘনিষ্ঠ হতে থাকেন।

এই দেখে বিমানের যাত্রীরা বিষয়টি নিয়ে অভিযোগ জানান বিমানসেবিকাকে। বিমানসেবিকা এসে ওই যুগলকে স্বাভাবিকভাবে বসতেও অনুরোধ করেন। কিন্তু ওই যুগল বিমানসেবিকার কথা শুনতে রাজি হননি বলেই অভিযোগ। বরং ঘনিষ্ঠতা বাড়তেই থাকে।

এই অবস্থায় বাকিদের থেকে সেই দৃশ্য লুকোতে বিমানসেবিকা একটি কম্বল নিয়ে এসে যুগলকে ঢেকে দেন। অভিযোগ তারপরেও কোনও ভ্রুক্ষেপ না করে ২ জন নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা চালিয়ে যান। এই ঘটনায় অনেক যাত্রীই ক্ষুব্ধ হন।

বিমানটি পাকিস্তানের একটি বেসরকারি বিমান সংস্থার বিমান ছিল। ঘটনাটিও কয়েকদিন আগের। করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল বিমানটি।

বিমান থেকে নামার পর অনেক যাত্রী বিষয়টি নিয়ে পাকিস্তানের অসামরিক বিমান চলাচল মন্ত্রকে অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হৈচৈ শুরু হয়েছে। মিম-এ ভরেছে সোশ্যাল মিডিয়া।

Share
Published by
News Desk
Tags: Pakistan

Recent Posts