World

কারাবাস থেকে মুক্তি চেয়ে আবেদন ১০১ বছরের বৃদ্ধের

বয়স হয়েছে ১০১ বছর। কারাগারে বন্দি রয়েছে। এই বয়সে এসে কারাগার থেকে মুক্তি চাইছে খুনের দায়ে সাজাপ্রাপ্ত।

Published by
News Desk

ইসলামাবাদ : পরপর ৫টি খুনের অভিযোগে বিচার শুরু হয়। দোষী সাব্যস্তও হয়। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়। তখনই তার বয়স ৮৬ বছর। ২০০৬ সালে তার সাজা হওয়ার পর থেকে কারাগারে বন্দি বৃদ্ধ মেহেন্দি খান। তারপর কারাগারেই কেটেছে এতগুলো বছর। এখন ১০১ বছর বয়স হয়েছে তার। শতায়ু এই বৃদ্ধ এবার কারাগার থেকে বয়সজনিত কারণে মুক্তি চাইছে। তার আইনজীবী জানিয়েছেন একাধিক শারীরিক সমস্যায় জর্জরিত ওই বৃদ্ধ।

পাকিস্তানের গুজরাট জেলা সংশোধনাগারে বন্দি রয়েছে মেহেন্দি খান। তার এই মুক্তির আবেদন এখন রীতিমত খবর হয়ে উঠেছে। ১০১ বছর বলেই ৫টি খুনের অপরাধীকে এভাবে ছাড়া যায় কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত সংশ্লিষ্ট মহল। এদিকে ১৫ জুলাই আদালত জানিয়ে দিয়েছে এ নিয়ে ৩ সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত জানাতে হবে স্বরাষ্ট্রমন্ত্রককে।

পাক স্বরাষ্ট্রমন্ত্রক এ নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তবে তারা জানিয়ে দিয়েছে সময়ের মধ্যেই তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে। তার ১০১ বছর বয়স এবং শারীরিক একাধিক সমস্যা যাবজ্জীবন দণ্ডাজ্ঞাপ্রাপ্ত মেহেন্দি খানকে মুক্তি দিতে পারে কিনা সে দিকে চেয়ে অনেকেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Pakistan

Recent Posts