World

নারী দিবসের মিছিলে পাথরবৃষ্টি

Published by
News Desk

বিশ্বজুড়েই রবিবার পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষে নারীদের অধিকারকে সামনে রেখে মিছিল হয় পাকিস্তানে। পাকিস্তানের বিভিন্ন শহরে মিছিল বার হয়। অওরত মার্চ বা মহিলাদের মিছিল নামে এই মিছিলে অবশ্য শুধুই যে মহিলারা অংশ নিয়েছিলেন তা নয়, অনেক শিশু ও পুরুষও অংশ নেন। পাকিস্তানের বিভিন্ন শহরে বার হয় এই মিছিল। আর তেমনই একটি মিছিলে হল পাথরবৃষ্টি।

সমাজের সব ক্ষেত্রে মহিলাদের ন্যূনতম অধিকার সুনিশ্চিত করতে হবে। এই দাবি নিয়ে মিছিলে পাথরবর্ষণকে কেন্দ্র পাকিস্তান জুড়ে হৈচৈ শুরু হয়। এই মিছিলের উদ্যোক্তারা এভাবে মিছিলে পাথরবৃষ্টির কড়া নিন্দা করেছেন। তাঁরা প্রশ্ন তুলেছেন তাহলে সুরক্ষা কোথায় ছিল?

উদ্যোক্তাদের দাবি, মিছিল ছিল শান্তিপূর্ণ। তা সত্ত্বেও সেই মিছিলে পাথরবর্ষণের ঘটনা ঘটল। অথচ প্রশাসন কিছু করতে পারল না!

পাকিস্তানে নারী অধিকার নিয়ে কাজ করা এক সমাজকর্মীর সঙ্গে লাইভ টিভি শোয়ে পাকিস্তানের এক নাট্যকর্মীর ঝগড়া বাঁধে। ওই পুরুষ নাট্যকর্মী পাকিস্তানের এক স্বনামধন্য মানুষ। অভিযোগ, তিনি লাইভ শোতে ওই মহিলা সমাজকর্মী সম্বন্ধে অশ্লীল শব্দ প্রয়োগ করেন এবং ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটেন। যা নিয়ে সোচ্চার হন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মহিলারা। তারপর একদম নারী দিবসের দিনই মহিলা অধিকারের দাবিতে মিছিলে পাথরবর্ষণ ফের পাকিস্তানে মহিলা অধিকার নিয়ে নানা মহলে প্রশ্ন তুলে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Pakistan

Recent Posts