Categories: World

পাক-রাশিয়া সেনা মহড়া

Published by
News Desk

ভারত-পাক সম্পর্ক যেখানে প্রতি দিন তলানিতে ঠেকছে, ঠিক সেই অবস্থায় পাক সেনার সঙ্গে যৌথ মহড়ায় নামতে চলেছে রাশিয়া। দুই দেশের মধ্যে এটাই প্রথম যৌথ সেনা মহড়া। ঠান্ডা যুদ্ধের সময় এই দুই দেশকে দুই মেরুতে রাখা হত। তাদেরই এমন কাছাকাছি আসা অবাক করেছে অনেককেই। আগামী ২ সপ্তাহ ধরে পাকিস্তান ও রাশিয়ার সেনা যৌথ মহড়ায় অংশ নেবে বলে জানিয়েছে পাক সেনা। এজন্য শুক্রবারই রাশিয়ার ২০০ ট্রুপ সেনা পাকিস্তানে পা রেখেছে। দুই দেশের এই যৌথ সেনা মহড়ার নাম দেওয়া হয়েছে ফ্রেন্ডশিপ ২০১৬। যত দিন যাচ্ছে ততই পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক তলানিতে ঠেকছে। এই অবস্থায় রাশিয়ার সঙ্গে দূরত্ব কমানোর পথেই হাঁটতে চাইছে ইসলামাবাদ। যাতে দরকারে রাশিয়া থেকে তারা যুদ্ধাস্ত্র কিনতে পারে। অন্যদিকে বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক দিনকে দিন উন্নত হচ্ছে। যা পাকিস্তানের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় একটা পাল্টা চাপের রাস্তা খুঁজতেই রাশিয়ার সঙ্গে মাখামাখি বাড়িয়েছে পাকিস্তান।

Share
Published by
News Desk