Categories: World

পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করতে বিল

Published by
News Desk

উরি সেক্টরে জঙ্গি হামলার জেরে ক্রমশ আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের নাম করে খোলাখুলি সমালোচনায় মুখর হয়েছে ফ্রান্স ও রাশিয়া। এই অবস্থায় পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে উঠেপড়ে লাগল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ২ আইন প্রণেতা মার্কিন কংগ্রেসে বিল পেশ করে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণার দাবি তুলেছেন। তাঁদের একজন টেড পো দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেসব সন্ত্রাসবাদী সংগঠন কাজ করছে তাদের লাগাতার মদত দিয়ে চলেছে পাকিস্তান সরকার। এবার অপেক্ষা মার্কিন কংগ্রেসের সেক্রেটারি কি বলেন সেদিকে। ৩০ দিনের মধ্যে মার্কিন কংগ্রেসের সেক্রেটারিকে রিপোর্ট পেশ করে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে। আর যদি না হয় তাহলে কেন করা হবেনা তাও পরিস্কার করতে হবে।

Share
Published by
News Desk