Entertainment

পদ্মাবতীর ভাগ্যে বড়সড় প্রশ্নচিহ্ন?

Published by
News Desk

রাজস্থানের করণী সেনার দাবি মেনে পদ্মাবতীর স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করায় ঘোরতর আপত্তি ব্যক্ত করলেন সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন যোশী। সূত্রের খবর, সেন্সর বোর্ড সার্টিফিকেট দেওয়ার আগেই পদ্মাবতী দেখানো হচ্ছে। এমনকি অনেক টিভি চ্যানেলে এর রিভিউ পর্যন্ত চলছে। এই ধরণের কর্মকাণ্ডে সেন্সর বোর্ডের গুরুত্ব নষ্ট হচ্ছে বলে মনে করেন প্রসূন।

ইতিহাসকে বিকৃত করে পদ্মাবতীর নির্মাণ হয়নি একথা বহুবার প্রকাশ্যে জানিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তবুও তা মানতে নারাজ করণী সেনা। ফলে একের পর এক হুমকির মুখোমুখিও হতে হয় টিম পদ্মাবতীকে। পদ্মাবতী রাজপুতদের ইতিহাসকে কলঙ্কিত করছে না তা প্রমাণ করার জন্যই করণী সেনার বিশেষ স্ক্রিনিংয়ের দাবিতে রাজি হয়েছিলেন সিনেমার প্রযোজক। অন্যদিকে সেন্সর বোর্ডে খারিজ হয়ে যাওয়া আবেদন পদ্মাবতীর ভাগ্যে বড়সড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts