Entertainment

‘পদ্মাবতী’র পাশে শাবানা আজমি

Published by
News Desk

পদ্মাবতী সিনেমাটিকে কেন্দ্র করে ক্রমশ ঘোরাল হচ্ছে পরিস্থিতি। বেশ কিছু সংগঠন যেমন কড়া ভাষায় পদ্মাবতীর রিলিজ নিয়ে আপত্তি তুলেছে, তেমনই আবার সিনেমা জগতের বহু মানুষ পদ্মাবতীর পাশে দাঁড়িয়েছেন। এদিন পদ্মাবতীর পাশে দাঁড়িয়ে মুখ খুললেন বিখ্যাত অভিনেত্রী তথা সমাজকর্মী শাবানা আজমি। পদ্মাবতী নিয়ে বিতর্কের প্রতিবাদে ভারতীয় চলচ্চিত্র জগতের মানুষজনকে আসন্ন গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল বয়কট করার আহ্বান জানিয়েছেন তিনি। পদ্মাবতী সিনেমার প্রযোজককে সেন্সর বোর্ড জানিয়েছে সিনেমাটিকে সার্টিফাই করানোর জন্য যে আবেদনপত্র জমা দিতে হয়, তাতেই গণ্ডগোল রয়েছে। এতেই চটেছেন শাবানা।

তাঁর দাবি, সেন্সর বোর্ডের এহেন বক্তব্য থেকেই পরিস্কার যা পরিস্থিতি তাতে দেশে সাংস্কৃতিক বিপর্যয় তৈরি হয়েছে। পদ্মাবতী ইস্যু নিয়ে চুপ থাকার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিকেও নিশানা করেছেন শাবানা। একের পর এক ট্যুইটে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

Share
Published by
News Desk
Tags: Shabana Azmi