Entertainment

ছবিকে বিনোদন হিসেবেই দেখি, পদ্মাবতী বিতর্কে মুখ খুললেন নাকভি

Published by
News Desk

ছবিকে বিনোদন হিসেবেই দেখেন, এমনকি ছবির মধ্যেকার ইতিহাস ভূগোল খুঁজতে যান না কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতী নিয়ে বিতর্কের শেষ নেই। এখনও পর্যন্ত রাজপুত করণী সেনা থেকে শুরু করে অনেক প্রভাবশালী ব্যক্তিরাই পদ্মাবতীর মুক্তিতে বাধ সেধেছেন। তবে এবার একদম ভিন্ন সুরে কথা বললেন নাকভি।

পদ্মাবতী নিয়ে তিনি যে নিরপেক্ষ তা তাঁর কথায় স্পষ্ট। তাঁর পরামর্শ, একটা ছবির মধ্যেকার ভালোকে গ্রহণ করে খারাপটিকে বর্জন করাই শ্রেয়। ছবির ইতিহাস ভূগোল নিয়ে বিশ্লেষণে না গিয়ে শুধুমাত্র বিনোদনের জন্য সেটি দেখাই শ্রেয়। পদ্মাবতীর মুক্তি নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে। একের পর এক আইনি ঘেরাটোপের শিকার হতে হচ্ছে সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতীকে। তবে একথা সত্যি, দিন যত এগোচ্ছে উত্তেজনার পারদ ততটাই চড়ছে।

Share
Published by
News Desk