Entertainment

শর্তসাপেক্ষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল পদ্মাবতী, বদলাতে হবে নাম

Published by
News Desk

বহুল চর্চিত সিনেমা পদ্মাবতীর মুক্তিতে ছাড়পত্র দিল সেন্সর বোর্ড। তবে একগুচ্ছ শর্তসাপেক্ষে। সেসব শর্ত না মানলে সার্টিফিকেট মিলবে না বলেও জানিয়ে দিয়েছে প্রসূন যোশীর নেতৃত্বাধীন বোর্ড। সূত্রের খবর, সিনেমাটিকে ইউ/এ সার্টিফিকেট দিয়েছে বোর্ড। ২৬টি দৃশ্যে কাটছাঁট করতে বলা হয়েছে। সর্বোপরি পদ্মাবতী নামটাই রাখা যাবে না। সে জায়গায় অন্য নাম বেছে নিতে হবে পরিচালক, প্রযোজককে। এসব শর্ত পূরণ হলে তবেই সিনেমা হলে মুক্তি পাবে এই বহু বিতর্কিত সিনেমা। ইতিহাসবিদ থেকে শুরু করে রাজপুত রাজপরিবারের সদস্যদের নিয়ে গঠিত একটি বোর্ড এই সিনেমাটি দেখে তাঁদের মতামত জানান। তার ভিত্তিতে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সেন্সর বোর্ড। বোর্ড জানিয়েছে সিনেমায় কোনওভাবেই জহরব্রত-কে মহৎ করে দেখানো যাবে না।

ইতিহাস বিকৃতির অভিযোগে শ্যুটিংয়ের সময় জয়পুরে পরিচালককে মার, ইউনিটে ভাঙচুর দিয়ে শুরু। তারপর মুম্বইয়েও পুড়িয়ে দেওয়া হয় সঞ্জয় লীলা বনশালির ১৯০ কোটির সিনেমা পদ্মাবতীর সেট। করণী সেনা অভিযোগ করে সিনেমায় ইতিহাসকে বিকৃত করা হয়েছে। খোদ বিজেপি নেতারাও বিরোধিতা করেন। পদ্মাবতীর মুক্তি রুখতে খোলাখুলি হুমকি দেওয়া হয়। এমনকি পদ্মাবতীর চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোনের নাক থেকে গলা কাটার হুমকি বা সঞ্জয় লীলা বনশালির মুণ্ড কাটার হুমকিও আসে। বিষয় গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে আদালতের নির্দেশে ঠিক হয় সেন্সর বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে এই ছবি মুক্তি পাবে কিনা। তারপর এদিন বছরের শেষ প্রান্তে এসে সেন্সর বোর্ডের শর্তসাপেক্ষ ছাড়পত্র পেল সঞ্জয় লীলা বনশালির অন্যতম ড্রিম প্রজেক্ট।

Share
Published by
News Desk