National

নাহারগড় কেল্লায় উদ্ধার হল ঝুলন্ত দেহ, পাশে পাথরে লেখা ‘পদ্মাবতী’ প্রসঙ্গ

Published by
News Desk

নয়া মোড় নিল ‘পদ্মাবতী’ বিতর্ক। এদিন রাজস্থানের বিখ্যাত নাহারগড় কেল্লা থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। কেল্লার প্রাচীরে ঝুলন্ত দেহের পাশে দুটি প্রস্তর খণ্ড পাওয়া গেছে। দুটির ওপর লেখা আছে দুটি বার্তা। একটিতে লেখা ‘পদ্মাবতীর বিরোধ’, দ্বিতীয়টিতে লেখা ‘আমরা শুধু কুশপুতুল জ্বালাই না, পদ্মাবতী’।

পুলিশ সূত্রের খবর, যে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে তিনি স্থানীয় এক হস্তশিল্প ব্যবসায়ী। নাম চেতন সাইনি, বয়স ৪০। চেতন স্থানীয় বাসিন্দা। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ তিনি বাড়ি থেকে বার হন। আর ফেরেননি। শুক্রবার সকালে তাঁর দেহ নাহারগড় কেল্লা থেকে উদ্ধার হয়। তবে এই ঘটনার সঙ্গে সত্যিই পদ্মাবতী ইস্যুর কোনও যোগাযোগ আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এটা আত্মহত্যা না খুন, তাও পরিস্কার করে বুঝতে পারছে না পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। করণী সেনার তরফে দাবি করা হয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। তারা এধরণের প্রতিবাদে বিশ্বাসীও নয়।

Share
Published by
News Desk