Categories: National

ধীরুভাই আম্বানিকে মরনোত্তর পদ্ম বিভূষণ

Published by
News Desk

বিভিন্ন ক্ষেত্রে দেশের বিখ্যাত ৫৬ জন ব্যক্তিত্বের হাতে এদিন পদ্ম সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এদিন রাষ্ট্রপতি ভবনে ৫ জনকে পদ্মবিভূষণ, ৮ জনকে পদ্মভূষণ এবং ৪৩ জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন তিনি। মরনোত্তর পদ্মবিভূষণ সম্মান পান রিলায়েন্স গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি।

অভিনেতা অনুপম খের, ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল সহ ৮ জন পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা অজয় দেবগণ, পরিচালক মধুর ভান্ডারকর, কবি হলধর নাগ, সঙ্গীত শিল্পী গুলাবি সাপেরা সহ ৪৩ জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন রাষ্ট্রপতি।

এদিনের পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ কেন্দ্রীয় সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীরা।

Share
Published by
News Desk