National

২০১৮ সালে দেশের পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করল কেন্দ্র

Published by
News Desk

কৃতীদের সম্মান জানাতে ২০১৮ সালে দেশের পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করল কেন্দ্র। এবার পদ্ম সম্মান পাচ্ছেন মোট ৮৫ জন। যারমধ্যে ৩ জন পদ্ম বিভূষণ, ৯ জন পদ্মভূষণ ও ৭৩ জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। পদ্ম সম্মানের জন্য এবার স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ১৫ হাজার ৭০০ আবেদন জমা পড়েছিল। যারমধ্যে থেকে চূড়ান্ত তালিকা বেছে নিয়েছে তারা।

৩ পদ্ম বিভূষণ প্রাপক হলেন সিনিয়র আরএসএস মতাদর্শী পি পরমেশ্বরন, সুরকার ইল্লাইয়ারাজা ও গুলাম মুস্তাফা খান। পদ্মভূষণ প্রাপকরা হচ্ছেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, বিলিয়ার্ডস খেলোয়াড় পঙ্কজ আডবাণী। এছাড়া বাকি ৭ জন আলেকজান্ডার কাদাকিয়া, বেদপ্রকাশ নন্দা, লক্ষ্মণ পাই, রামচন্দ্রন নাগাস্বামী, অরবিন্দ পারেখ, সারদা সিনহা, ফিলিপোস মার ক্রিসোসটম।

যে ৭৩ জন পদ্মশ্রীর জন্য মনোনীত হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন বাংলার ৯৮ বছর বয়স্ক সমাজকর্মী সুধাংশু বিশ্বাস। রয়েছেন পরিচারিকার কাজ করে দরিদ্রদের জন্য একটি হাসপাতাল বানানোর কারিগর সুভাষিণী মিস্ত্রি। এছাড়াও রয়েছেন অনেকে। এবার আশিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিটি থেকে একজন করে পদ্মশ্রীর জন্য মনোনীত হয়েছেন। ভারতের সঙ্গে আশিয়ানের ২৫ বছর পূর্তিকে সামনে রেখেই ভারতের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবার বাংলা থেকে মোট পদ্মশ্রী প্রাপকের সংখ্যা ৫।

Share
Published by
News Desk
  • Recent Posts