Entertainment

ঋতুস্রাব ও স্যানিটারি ন্যাপকিন নিয়ে মুখ খুললেন দুই অভিনেত্রী

Published by
News Desk

বিষয় এক, শুধু স্থান আর পাত্রীদের বক্তব্য আলাদা। মহিলাদের ঋতুস্রাব নিয়ে আজও নানারকম কুসংস্কার ও ভ্রান্ত ধারণার শিকার ভারতীয় সমাজ। নিতান্তই প্রাকৃতিক এই ঘটনা নিয়ে নানাভাবে লাঞ্ছিত হয়ে আসছেন ভারতীয় মেয়েরা। শিক্ষা বা বিজ্ঞাপনী প্রচারেও মানুষকে সচেতন করে তোলা সম্ভব হয়নি। সেকথাই স্পষ্ট হল আসন্ন ছবি ‘প্যাড ম্যান’-এর প্রচারে আসা বলিউড অভিনেত্রী সোনম কাপুরের কথায়।

ঋতুস্রাব মানেই যেন অপবিত্র একটা বিষয়। তাই মাসের ওই বিশেষ দিনগুলোতে মন্দিরে বা রান্নাঘরে ঢোকা নিষিদ্ধ ছিল সোনমের। বলিউড তারকা অনিল কাপুরের কন্যা হয়েও ঠাকুমার সেই নির্দেশ অক্ষরে অক্ষরে মানতে তিনি বাধ্য ছিলেন। এহেন অযৌক্তিক ছুৎমার্গের বিষয়ে গ্রামাঞ্চলের মেয়েদের অবস্থা শহরের মেয়েদের তুলনায় আরও হতাশাজনক বলে অভিমত সোনমের।

অন্যদিকে সোনমের মন্তব্যের বিপরীতে দাঁড়িয়ে ভিন্ন মত পোষণ করলেন আরেক বলিউড সুন্দরী দিয়া মির্জা। ঋতুস্রাবের সময় বাজার চলতি ও সর্বাধিক বিক্রিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের তীব্র বিরোধিতা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশরক্ষা প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার দিয়া। পরিবেশ দূষণে সহায়ক ন্যাপকিনের বদলে মেয়েদের পরিবেশবান্ধব প্যাড ব্যবহারের পরামর্শও দেন তিনি। দিয়া জানান ঋতুস্রাবের সময় তিনি নিজে স্যানিটরি ন্যাপকিন ব্যবহার করা ছেড়ে দিয়েছেন। তাঁর মতে অভিনেত্রীরা স্যানিটরি ন্যাপকিন ব্যবহার করলেও তা পরিবেশ দূষণকারী বস্তুটিকে প্রচারের আলোয় নিয়ে আসে।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk
Tags: Sonam Kapoor

Recent Posts