Feature

এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ কখনও পৌঁছয়নি

মানুষ পৃথিবী চষে ফেলেছে। কিন্তু এখনও একটি স্থান রয়েছে যেখানে মানুষ পৌঁছতে পারেনি। এই জায়গাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে একা এলাকা।

Published by
News Desk

পৃথিবীকে চেনার নেশায় মানুষ চিরকালই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। সাহসে ভর করে পৌঁছনোর চেষ্টা করেছে সর্বত্র। কিন্তু এখনও এমন বিন্দু রয়েছে যেখানে মানুষ পৌঁছতে পারেনি। পৌঁছনোর চেষ্টাও করেনি। বাস্তবিকই এতটা অসম্ভব সেখানে পৌঁছনো।

জায়গাটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে একাকী অঞ্চল। এটি রয়েছে প্রশান্ত মহাসাগরের বুকে। ১৯৯২ সাল পর্যন্তও এর হদিশ কেউ জানত না।

১৯৯২ সালে এক ইঞ্জিনিয়ার খাতায় কলমে দেখেন এবং কম্পিউটারের সাহায্য নিয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এই বিন্দুটিকে খুঁজে বার করেন। নিজে অবশ্য সেখানে কখনওই যাননি।

এটি কিন্তু কোনও স্থলভাগ নয়। প্রশান্ত মহাসাগরের বুকে এই বিন্দুটির অবস্থানই সবচেয়ে অবাক করা। এটি এমন এক বিন্দু যেখান থেকে পৃথিবীর স্থলভাগ সবচেয়ে দূরে পড়ে।

পৃথিবীতে এমন আর কোনও জায়গা নেই যেখান থেকে স্থলভাগে পৌঁছতে এত পথ অতিক্রম করতে হয়। এই বিন্দুটির নামকরণ করা হয় জুল ভার্ন-এর লেখা বিখ্যাত কল্পবিজ্ঞানের কাহিনি ‘টোয়েন্টি থাউজ্যান্ট লিগস আন্ডার দ্যা সি’-এর ক্যাপ্টেন নিমোর নামে।

বিন্দুটির নাম দেওয়া হয় পয়েন্ট নিমো। পৃথিবীর দুর্গমতম স্থান। যেখানে আজও কেউ পৌঁছতে পারেননি। এই বিন্দু থেকে কোনও স্থলভাগ ২ হাজার ৬৮৮ কিলোমিটার দূরে অবস্থিত। ডুসি দ্বীপ থেকে এটির দূরত্ব ২ হাজার ৬৮৮ কিলোমিটার। এটিই পয়েন্ট নিমো-র সবচেয়ে কাছের স্থলভাগ।

এটি একটি কাল্পনিক বিন্দু। কেউ যদি সেখানে পৌঁছতে চান তাহলে তাঁকে জলে ভেসে স্থলভাগ থেকে সেখানে পৌছতে হবে। আর মনে রাখতে হবে ওই একই পথ পার করে ফের তিনি স্থলভাগে ফিরতে পারবেননা। তাই এ চেষ্টা কেউ কখনও করেননি।

Share
Published by
News Desk

Recent Posts