SciTech

সমুদ্রের ৮ কিলোমিটার নিচে দেখা মিলল, এমন কিছু আছে বলেই জানতেন না কেউ

বিশ্ব উন্নতির এক অন্য উচ্চতা ছুঁয়েছে। তা সত্ত্বেও যে কত কিছু এখনও অজানা তার প্রমাণ মিলল। সমুদ্রের ৮ কিলোমিটার গভীরে এমন কিছুর অস্তিত্বের কথাই জানতেন না কেউ।

Published by
News Desk

বিশ্বে আজও বহু কিছুই অজানা। যার কথা কেউ জানেন না। কিন্তু তা রয়েছে। এমনই এক খোঁজ পেলেন বিজ্ঞানীরা। তবে যে কারও পক্ষে তার দর্শন পাওয়া সম্ভব নয়। কারণ তাকে দেখতে গেলে নামতে হবে সমুদ্রের ৮ কিলোমিটার নিচে।

সেক্ষেত্রে সমুদ্রের যেখানে সেখানে এমন গভীরতা থাকেনা। বিশেষ কিছু জায়গাতেই এমন গভীর জল পাওয়া যায়। পশ্চিম প্রশান্ত মহাসাগরের আইজু-ওগাসাওয়ারা ট্রেঞ্চে এমন এক গভীরতায় রয়েছে সমুদ্রের তলদেশ।

সেখান থেকে ছবি তুলে আনে টোকিও বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং পশ্চিম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা। সেখানে যে ছবি উঠেছে তাতে দেখা গেছে সেখানে এক বিশেষ ধরনের মাছ ঘুরে বেড়ায়।

যা স্নেল মাছেরই একটি ধরণ। যা জলের ৮ কিলোমিটার নিচের চাপ সহ্য করতে সক্ষম। বরং ওখানেই তারা ভাল থাকে। তার চেয়ে ওপরে ওঠেনা।

প্রসঙ্গত এর আগে ২০১৭ সালে মারিয়ানা ট্রেঞ্চ, যাকে বিশ্বের সবচেয়ে গভীর জায়গা বলা হয়, সেখানে সমুদ্রের তলদেশে মাছ ঘুরতে দেখা গিয়েছিল। সেগুলিও এই স্নেল পরিবারেরই এক ধরণ ছিল। এবার এই আইজু-ওগাসাওয়ারা ট্রেঞ্চেও এমন এক মাছের দেখা মিলল।

বিজ্ঞানীরা এটা জানার চেষ্টা চালিয়ে গেছেন যে মাছ জলের কতটা তলদেশ পর্যন্ত থাকতে পারে। সেক্ষেত্রে জলের ৮ কিলোমিটার নিচের এই মাছ সত্যিই চমক দিল।

এর আগে মারিয়ানা ট্রেঞ্চেও এমনই চমক নজর কেড়েছিল বিশ্বের। আইজু-ওগাসাওয়ারা ট্রেঞ্চে এই মাছের অস্তিত্বের কথা এর আগে বিশ্ববাসীর জানা ছিলনা। গবেষকদের হাত ধরে বিশ্বের প্রাণিজগতে আরও এক প্রাণের অস্তিত্ব যোগ হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts