Categories: Kolkata

চিটফান্ড কাণ্ডে জাদুকরকে তলব

Published by
News Desk

চিটফান্ডের সঙ্গে আর্থিক লেনদেনে নাম জড়াল জাদুকর পি সি সরকার জুনিয়রের। এদিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকে সিবিআই দফতর সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠান হয়। সকালে নির্দিষ্ট সময়ে কাগজপত্র নিয়ে সেখানে হাজির হন পি সি সরকার।

সূত্রের খবর, সারদা, রোজভ্যালির মত চিটফাণ্ড কেলেঙ্কারিতে নাম জড়ায় টাওয়ার গ্রুপেরও। ফলে ওই সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। তদন্তে সিবিআই আধিকারিকরা একটি রেস্তোরাঁ তৈরি নিয়ে পি সি সরকারের সঙ্গে টাওয়ার গ্রুপের একটি আর্থিক লেনদেনের সূত্র খুঁজে পান।

পি সি সরকার একজন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তাই তাঁর মাধ্যমে ওই সংস্থা কোনও বেআইনি সুবিধা পেয়েছে কিনা তা খতিয়ে দেখতে চাইছে সিবিআই। জনগণের টাকা এই আর্থিক লেনদেনেই বা কিভাবে ব্যবহার হয়েছে তাও খতিয়ে দেখতে চাইছেন তাঁরা।

Share
Published by
News Desk

Recent Posts