Categories: National

সাংমার জীবনাবসান

Published by
News Desk

মারা গেলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ পি এ সাংমা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। লোকসভার প্রাক্তন স্পিকার সাংমার প্রয়াণে লোকসভা ৮ মার্চ পর্যন্ত মুলতুবি করে দেন স্পিকার সুমিত্রা মহাজন। অর্থমন্ত্রী অরুণ জেটলি ও কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদের অনুরোধে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যসভার অধিবেশনও মুলতুবি করে দেন চেয়ারম্যান হামিদ আনসারি।

১৯৮৮ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রীর পদ সামলান এই বর্ষীয়ান রাজনীতিবিদ। ১৯৯৬ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত লোকসভার স্পিকার ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়ের বিপরীতে প্রার্থীও হয়েছিলেন তিনি।

৯ বারের এই সাংসদের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে রাজনৈতিক মহল। প্রথম জীবনে কংগ্রেসের সঙ্গে থাকলেও ১৯৯৯ সালে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি নামে নতুন দল গড়েন সাংমা। ২০১৩ সালে ন্যাশনালিস্ট পিপলস পার্টি নামে অন্য একটি দল গঠন করেন তিনি। তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে মেঘালয়ে।

Share
Published by
News Desk
Tags: P A Sangma

Recent Posts