SciTech

এ পাখির চোখ তাদের মাথার চেয়েও বড় হয়

পাখি সকলেই দেখেছেন। তাদের চোখ সম্বন্ধেও সকলের একটা সাধারণ ধারনা আছে। এই পাখিই একমাত্র যাদের চোখ তাদের মস্তিষ্কের চেয়েও বড় হয়।

Published by
News Desk

যে প্রাণিই হোক না কেন সাধারণত কারও চোখ তার মস্তিষ্কের চেয়েও বড় হয়না। চোখ ছোটই হয়। আর সেটাই স্বাভাবিক। কিন্তু একটি পাখি রয়েছে যাদের চোখ তাদের মস্তিষ্কের চেয়েও বড়। তাদের চোখটাই হয় একটা বিলিয়ার্ড বলের মত।

বড় চোখের বড় সুবিধাও পায় এই প্রাণি। তাদের এই অতি বড় চোখ তাদের দৃষ্টি ক্ষমতাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। ফলে এই পাখি অনেক অনেক দূর পর্যন্ত দেখতে পায়। তাতে নিজেদের খাবারের ব্যবস্থা করতে তাদের সুবিধা হয়।

যাঁরা ইতিমধ্যেই পাখিটি শকুন, বাজ, ঈগল বা চিল ভাবতে শুরু করেছেন তাঁরা একটু ভুল করছেন। কারণ এই ৪টির কোনওটিই উত্তরটা নয়। এ পাখির নাম শুনলে অনেকে অবাকও হতে পারেন।

এ পাখির একটি দিক হল তারা ওড়ে খুবই কম। বেশি উঁচুতেও উড়তে পারেনা। তবে জোরে ছুটতে পারে। অস্ট্রিচ বা বাংলায় যাকে সকলে উটপাখি বলে তাদের চোখ তাদের মস্তিষ্কের চেয়ে বড় হয়। যা এক অবাক করা তথ্য।

উটপাখি খুব বুদ্ধিমান হয়না। তবে তাদের দৃষ্টিশক্তি খুবই প্রখর। অনেক দূরেও শিকার থাকলে তারা ঠিক দেখে নেয়। তাদের দৌড়ের গতিও খুব বেশি। ফলে চট করে শিকারের কাছে পৌঁছেও যেতে পারে।

উটপাখির চোখ যেমন অবাক করা বড় তেমনই উটপাখিও পাখিদের মধ্যে সবচেয়ে বড় পাখি। বিশ্বে উটপাখির চেয়ে বড় আর কোনও পাখি নেই।

Share
Published by
News Desk