Entertainment

অস্কারের মঞ্চে উজ্জ্বল ভারত, বিষয় ঋতুস্রাব নিয়ে সংস্কার

Published by
News Desk

স্লামডগ মিলিয়নিয়ার-এর পর চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান অস্কারের মঞ্চে ভারতকে সেভাবে আর খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর ফের ফিরে এল ভারত। এবার অবশ্য কোনও সিনেমার হাত ধরে নয়। ছোট বিষয়ভিত্তিক তথ্যচিত্রের ক্যাটাগরি থেকে অস্কার জিতে নিল ভারতীয় পটভূমিতে ভারতীয় প্রয়োজকের তৈরি ‘পিরিয়ড.এন্ড অফ সেনটেন্স’। ২৬ মিনিটের এই তথ্যচিত্র তৈরি হয়েছে উত্তর ভারতের হাপুরের কিছু মহিলার উদ্যোগকে সামনে রেখে। তাঁরা নিজেদের গ্রামেই তৈরি করতেন স্যানিটারি প্যাড। যা মহিলাদের ঋতুস্রাবের দিনগুলোয় কাজে দেয়। তাঁদের সেই সংগ্রামের কথাই উঠে এসেছে এই তথ্যচিত্রে।

ভারতে এখনও ঋতুস্রাব নিয়ে নানা কুসংস্কার ছড়িয়ে আছে। প্রত্যন্ত অনেক জায়গায় এখনও মহিলারা ঋতুস্রাবের দিন‌গুলোয় প্যাড না ব্যবহার করে স্থানীয়ভাবে প্রচলিত রীতি মেনে চলেন। সেসব বিষয়ের সঙ্গে সঙ্গে ভারতে প্যাড নিয়ে আন্দোলন তৈরি করা ‘প্যাডম্যান’ অরুণাচলম মুরুগানাথম-এর জীবনকথা উঠে এসেছে এখানে। তথ্যচিত্রের পরিচালক ইরানি-মার্কিন রেকা জেহতাবচি।

এই তথ্যচিত্র তৈরির সময় প্রথমে তা কোনও প্রয়োজক পায়নি। পরে এই তথ্যচিত্র তৈরির দায়িত্ব নেন গুনিত মোঙ্গা। অস্কারের মঞ্চে পুরস্কার গ্রহণ করতে গিয়ে রীতিমত আপ্লুত হয়ে পড়েন গুনিত। পুরো টিম খুশিতে মেতে ওঠে। অস্কার পাওয়ার খুশি বলে কথা! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk