Entertainment

অস্কারের মঞ্চ শ্রদ্ধা জানাল শ্রীদেবী, শশী কাপুরকে

Published by
News Desk

২০১৭-র শেষে বলিউড হারিয়েছিল কিংবদন্তী বর্ষীয়ান অভিনেতা শশী কাপুরকে। সেই শোকের রেশ কাটিয়ে ওঠার আগেই আসে জোরাল ধাক্কা। বলিউডের ‘চাঁদনি’ আর আমাদের মাঝে নেই। দুবাইতে চির ঘুমের দেশে পাড়ি জমিয়েছেন তিনি। কদিন আগে এই দুঃসংবাদে কেঁপে ওঠে কোটি কোটি ভক্তের হৃদয়। ‘মম’ শূন্য বলিউডে এ এক অপূরণীয় ক্ষতি। সেই ক্ষতি অস্বীকার করার উপায় নেই হলিউডেরও। ২ মহাতারকার মৃত্যুতে তাই শুধু বলিউড নয়, শোকস্তব্ধ হলিউডও। ৯০ তম অস্কার অ্যাওয়ার্ড মঞ্চের আয়োজকরাও সেই বিষাদের ছায়া এড়াতে পারলেন না। সেরার সেরাদের হাতে ‘গোল্ডেন আইডল’-কে তুলে দেওয়ার আগেই অস্কারের মঞ্চ শ্রদ্ধা জানাল শ্রীদেবী ও শশী কাপুরকে।

প্রতিবারের মত এবারেও ছিল বিগত বছরের প্রয়াত শিল্পীদের শ্রদ্ধা জানানো বিশেষ বিভাগ। মূল অনুষ্ঠানের আগে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে আন্তরিক শ্রদ্ধা জানানো হয় ভারতীয় ও হলিউডের প্রয়াত অভিনেতা-অভিনেত্রীদের। আলোকোজ্জ্বল মঞ্চে সুরেলা কণ্ঠের জাদুতে শোকের আবহ তৈরি করেন সঙ্গীতশিল্পী পার্ল জেমস এডি ভেদার। ‘আই গট এ রুম অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড’ গানের বিষণ্ণতা ছড়িয়ে পড়ে ডলবি থিয়েটারের গ্যালারিতে। আমন্ত্রিত তারকাদের অনেকেরই চোখের কোণে জল চিকচিক করে উঠতে দেখা যায়। শুধু বলিউড নয়, হলিউডও তো হারিয়েছে তার প্রতিভাদের। জেমস বন্ড খ্যাত রজার মুর, মেরি গোল্ডবার্গ, শ্যাম শেফার্ড, জোহান জোহানসনের মত কিংবদন্তীশূন্য আজ হলিউডও।

Share
Published by
News Desk

Recent Posts