World

ভিতর থেকে পুড়ছে ৪৫০ বছরের জীবন্ত ইতিহাস, কারণ রহস্যই রয়ে গেছে

৪৫০টি বসন্ত পার করেছে এই ইতিহাস। পৃথিবীর বহু পরিবর্তনের সাক্ষী। বহাল তবিয়তেই ছিল মাথা উঁচু করে। কিন্তু কয়েকদিন ধরে পুড়ছে সে।

Published by
News Desk

পৃথিবীর বুকে ৪৫০ বছর আগে যে প্রাণ সৃষ্টি হয়েছিল, তা আজও বর্তমান এমনটা কিন্তু বড় একটা দেখা যায়না। তেমনই হাতেগোনা কয়েকটি জীবন্ত ইতিহাসের একটি ফির গাছ। ৩২৫ ফুট লম্বা এই ফির গাছটি কেবল একটি গাছ নয়, একটি ইতিহাস।

পৃথিবীর বহু পরিবর্তনের সাক্ষী হয়ে সে এখনও বহাল তবিয়তে মাথা উঁচু করে বেঁচে আছে। ডালপালা মেলে জানান দিচ্ছে তার দিন শেষ হয়নি। এই ডগলাস ফির গাছটি বেশ ছিল এতদিন। কিন্তু কয়েকদিন ধরে সে জ্বলছে। জ্বলছে তার মাথার কাছে।

সেখানেই কাণ্ডের যে অংশটি রয়েছে তার ভিতর থেকে জ্বলছে আগুন। আর সেই আগুনে পুড়ছে একটা জীবন্ত ইতিহাস। মাত্র কয়েকদিনেই তার ৫০ ফুট অংশ পুড়ে গিয়েছে। এখনও তার কাণ্ডের ভিতরটা জ্বলছে। পুড়ে গিয়ে গাছটির উপরের অংশ থেকে একটা একটা করে টুকরো ভেঙে পড়ছে নিচে।

কীভাবে লাগল এমন আগুন তা এখনও বুঝে উঠতে পারছেন না বিশেষজ্ঞেরাও। গাছটির অবস্থার দিকে ড্রোন দিয়ে নজর রাখা হচ্ছে। চেষ্টা চলছে যাতে এই আগুন নেভানো যায়। তবে এভাবে কাণ্ডের মধ্যে থেকে জ্বলতে থাকাটা বেশ রহস্যজনক লাগছে বিশেষজ্ঞদের।

এভাবে আগুন কীভাবে লাগতে পারে তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না তাঁরা। তবে কারণ যাই হোক, চোখের সামনে পুড়ে যাচ্ছে একটা ৪৫০ বছরের ইতিহাস।

এটা অনেকেই মেনে নিতে পারছেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের অরিগনের কুস কাউন্টিতে থাকা এই গাছের এই গোপন আগুন নেভানোর কোনওরকম চেষ্টা বাকি রাখছে না প্রশাসন।

Share
Published by
News Desk

Recent Posts