World

রাস্তায় সাজানো শিল্পকীর্তিরা বড় বড় চোখে দেখছে, মাথায় হাত প্রশাসনের

বিভিন্ন শহরেই রাস্তার মোড়ে বা কোনও বিশেষ স্থানে নানা শিল্পকীর্তি সাজানো হয়। কিন্তু সেসব শিল্পকীর্তির যদি চোখ গজায়, প্রশাসনের মাথায় হাত পড়ে বৈকি।

Published by
News Desk

শহরের নানা জায়গায় সাজানো হয়েছিল শিল্পকীর্তি। কোনওটা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। কোনওটা আবার অন্য ধাতুতে তৈরি। এগুলির ওপর একটি আস্তরণ দিয়ে সেগুলিকে রক্ষা করা হয় রোদ জল বৃষ্টি থেকে। সেসব শিল্পকীর্তি সকলের নজরও কাড়ে। শহরকেও সুন্দর করে।

মার্কিন রাজ্য অরিগন-এর একটি শহরেও এমনই শিল্পকীর্তি সাজানো রয়েছে নানা স্থানে। সেসব শিল্পকীর্তির রাতারাতি চোখ গজিয়েছে। বড় বড় চোখ! ড্যাবড্যাব করে চেয়ে দেখছে।

অবশ্য আসল চোখ নয়। প্লাস্টিকের চোখ। তবে বেশ বড় এবং নজরকাড়া। আচমকা দেখলে মনে হবে ওই মূর্তিটি যেন চেয়ে দেখছে। এই সব প্লাস্টিকের চোখ লাগাচ্ছেন ওই শহরেরই কেউ বা কারা।

শহরবাসীকে এই কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেছে শহর প্রশাসন। কারণ ইতিমধ্যেই এই চোখ শিল্পকীর্তি থেকে সরাতে তাঁদের লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে। এখনও ৮টি শিল্পকীর্তিতে এমন চোখ লাগানো হয়েছে।

যা একেবারেই ভাল চোখে দেখছে না প্রশাসন। কারণ এই প্লাস্টিকের চোখ লাগিয়ে সাধারণ মানুষকে আনন্দ দিতে গিয়ে ওই শিল্পকীর্তিগুলির ক্ষতি করা হচ্ছে বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেছে অরিগন প্রশাসন।

এই চোখ লাগাতে আঠা তো ব্যবহার করতেই হচ্ছে। সেই আঠা আদপে স্টিল বা অন্য ধাতুর ওপর লেগে থাকলে তা একসময় ধাতুটির ক্ষতি করে। ফলে সেই চোখ সরিয়ে প্রশাসনকে ধাতুর গা থেকে আঠা তুলতে হয়েছে।

সেই সঙ্গে ধাতব সেই মূর্তি যাতে ভাল থাকে সেজন্য আঠা লাগানো অংশে রাসায়নিক ব্যবহার করতে হচ্ছে। যাতে আঠা ঠিকমত উঠেও যায় আর ধাতুরও ক্ষতি না হয়।

Share
Published by
News Desk

Recent Posts