World

সমুদ্রের ধারে মাটির ঢেলার মত ওটা কি, বিরল সুযোগ হাতছাড়া করলেন না কেউই

সমুদ্রের ধারে বেড়াতে এসেছিলেন অনেকেই। সেখানেই বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় মাটির ঢেলার মত কিছু দেখে অনেকেই থমকে দাঁড়ালেন।

Published by
News Desk

হুবহু মাটির ঢেলা। একটু দূর থেকে দেখলে যে কারও তাই মনে হবে। সমুদ্রের ধারে বালির ওপর সেটা পড়ে আছে। থাকতেই পারে। একটা মাটির ঢেলা কেন সেখানে পড়ে আছে তা নিয়ে কারও মাথাব্যথা থাকার কথা নয়।

কিন্তু এই মাটির ঢেলার দিকে সকলের নজর গেল। যেন কোনও যাদুকাঠির ছোঁয়ায় মাটির তালের একপ্রান্তে রয়েছে ২টি চোখ আর একটি ছোট মুখ। ওটা তাহলে প্রাণি!

যাঁরা এটিকে চেনেন তাঁরা তো অবাক। এ মাছ এখানে এল কোথা থেকে! একটা মাটির ঢেলার চেহারার এই মাছ সমুদ্রে পাওয়া যায়। নাম সানফিশ।

বাংলা করলে দাঁড়ায় সূর্য মাছ। এই মাছের চেহারা এমন যে মাটির ওপর পড়ে থাকলে যে কেউ মাটির ঢেলা ভেবে পাশ কাটিয়ে চলে যাবেন।

মাছটির দেহে প্রাণ ছিলনা। সেই অবস্থাতেই সমুদ্রের ধারে পড়েছিল। স্থানীয় সিসাইড অ্যাকোয়ারিয়াম সোশ্যাল সাইটে বিষয়টি সম্বন্ধে জানায়।

মাটির ঢেলার মত দেখতে এই মাছ আদপে একটি থলথলে চেহারার মাছ। সানফিশ ১০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ওজন হতে পারে ২ হাজার কেজির ওপর।

যেটি পাওয়া গেছে সেটি অবশ্য ৭ ফুটের ছিল। অতিকায় থলথলে চেহারার জন্য এদের ওজন অনেক হয়। কীভাবে এটির প্রাণ গেল, কীভাবে তা ভেসে এল তা পরিস্কার নয়।

তবে মার্কিন মুলুকের অরিগন-এর ক্ল্যাটসপ কাউন্টির হাগ পয়েন্ট স্টেট পার্কে সমুদ্রের ধারে পাওয়া এই সানফিশটিকে ঘিরে কিন্তু কৌতূহলীর ভিড় জমেছিল। অনেকেই এমন বিরল মাছ দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি।

Share
Published by
News Desk

Recent Posts