World

মাঝ আকাশে ভেঙে বেরিয়ে গেল বিমানের দরজা

যাত্রীবোঝাই বিমানটি তখন মাঝ আকাশে। ঠিক তখনই আচমকা বিমানের দরজাই ছিটকে বেরিয়ে গেল। এরপর যা হল তা এক যাত্রীর ক্যামেরায় ধরা পড়েছে।

Published by
News Desk

যাত্রীবোঝাই বিমানটি সঠিক সময়েই বিমানবন্দর থেকে উড়েছিল। তখন সন্ধেবেলা। বিমানে রয়েছেন ১৭১ জন যাত্রী ও ৬ জন বিমানকর্মী। উড়ে যাওয়ার পর তখন প্রায় ২০ মিনিট হয়ে গেছে। বিমানটি তখন মাটি থেকে ১৬ হাজার ৩২৫ ফুট উপরে রয়েছে। আকাশে ভেসে ছুটে চলেছে গন্তব্যের দিকে।

যাত্রীরা যে যাঁর মত সময় কাটানোর চেষ্টা করছেন। এমন সময় তাঁদের অনেকের চোখের সামনেই বিমানের একটি দরজা ভেঙে উড়ে বেরিয়ে গেল। দরজাটি হল মিড কেবিন এক্সিট ডোর-এর দরজা।

১৬ হাজারেরও বেশি উঁচুতে তখন গোটা একটা দরজার সমান ফাঁক। সেই ফাঁকা অংশের আশপাশেই যাত্রীরা সিটে বসে আছেন। সকলেই আতঙ্কিত।

তবে কি বিমান দুর্ঘটনার কবলে! তাঁদের কি আর বাঁচার আশা নেই! এমন আতঙ্কও পেয়ে বসে অনেককে। অনেকে আবার অক্সিজেন মাস্ক খুলে মুখে দেন।

এই ঘটনার প্রাথমিক চমক কাটিয়ে দ্রুত ব্যবস্থা নেন পাইলট। তিনি যে বিমানবন্দর থেকে উড়েছিলেন সেখানেই ফেরার বার্তা দেন। কি ঘটেছে তাও জানান এটিসি-কে।

দ্রুত বিমানটি ফেরে মার্কিন শহর পোর্টল্যান্ডের বিমানবন্দরে। আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স বিমানে এমন এক ঘটনা ঘটল কীভাবে সেটা এখনও পরিস্কার নয়।

বিমান সংস্থার তরফে এ বিষয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। তবে যে ঝুঁকি এভাবে দরজা উড়ে যাওয়ায় তৈরি হয়েছিল তা এখনও ভুলতে পারছেন না অনেক যাত্রী।

Share
Published by
News Desk