Business

‘ওপেক’-এ বড় ধাক্কা, ৬০ বছর পর সদস্যপদ ছাড়ছে এই দেশ

Published by
News Desk

৬০ বছর ধরে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কানট্রিস বা ওপেকের সদস্য থাকার পর এবার সব সম্পর্ক ছিন্ন করছে কাতার। পয়লা জানুয়ারি ২০১৯ থেকে সম্পর্ক ছিন্ন করতে চলেছে তারা। সেকথা তারা ওপেককে জানিয়েও দিয়েছে। সোমবার একথা জানিয়ে দিলেন কাতারের এনার্জি অ্যাফেয়ার্সের প্রতিমন্ত্রী সাদ সেরিদা আল-কাবি। তিনি জানিয়েছেন, কাতার চাইছে আরও বেশি পরিমাণে তেল উৎপাদন করতে। তাদের লক্ষ্য বছরের ৭৭ মিলিয়ন টন থেকে উৎপাদন বাড়িয়ে ১১০ মিলিয়ন টনে নিয়ে যাওয়া।

কাতারের মত বড় তেল উৎপাদক দেশের সংস্থা থেকে বেরিয়ে যাওয়াকে ওপেকের জন্য বড় ধাক্কা হিসাবেই নিচ্ছেন বিশেষজ্ঞেরা। পাশাপাশি প্রশ্ন উঠছে ১৯৬১ সাল থেকে যে দেশ ওপেকের সদস্য, ৬০ বছর পর তাদের বেরিয়ে যাওয়া কিন্তু ওপেকের ভবিষ্যতের জন্যও অশনি সংকেত হতে পারে। কাতারের হাত ধরে এবার কী তবে অন্য সদস্য রাষ্ট্রগুলিও এক পথে হাঁটতে চলেছে? আপাতত এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts