World

মনের সুখে ব্যাটারি চিবিয়ে কেলেঙ্কারি, এক ছুটে পালাল ২টি কুকুর ১টি বেড়াল

যে কাণ্ড ঘটল তাকে কেলেঙ্কারি বলাই সঠিক হবে। সুরক্ষা ক্যামেরায় ঘরের পুরো ঘটনাই ধরা পড়েছে। মনের সুখে ব্যাটারি চিবিয়ে তারপর যা ঘটাল এক কুকুর।

Published by
News Desk

ঘরটা তাদেরই। সেখানে তারাই থাকে। ২টি কুকুর ও ১টি বেড়াল। ঘরে তাদেরই রাজত্ব। সেখানে তাদের আরামের কথা ভেবে বিছানাও পাতা আছে। সব ব্যবস্থা করে রাখা আছে, যাতে তাদের কোনও অসুবিধা না হয়। সেখানে একটি সুরক্ষা ক্যামেরাও লাগানো রয়েছে। যাতে প্রয়োজনে তাদের গতিবিধি নজরে রাখা যায়।

সেই ক্যামেরা যে ছবি তুলে নিল তা এক কথায় শিউরে ওঠার মত। দেখা যায় একটি কুকুর মুখে করে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি কোথাও থেকে নিয়ে আসে। তারপর তাদের জন্য পেতে রাখা আরামদায়ক তোশকের ওপর সেটা এনে মনের সুখে চিবোতে শুরু করে।

নানাভাবে ব্যাটারিটিকে চিবোনোর পর আচমকাই ব্যাটারিতে একটা আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। যা দেখে এক লাফে দূরে সরে যায় কুকুরটি। অন্য দিকে অলস সময় কাটানো আরেকটি কুকুর ও ১টি বেড়ালও সতর্ক হয়ে যায়।

ব্যাটারিতে আগুন ধরে যাওয়ায় দ্রুত তা তোষকে ছড়িয়ে পড়ে। তোষকটি দাউদাউ করে জ্বলতে থাকে। যা দেখে কার্যত কি করবে বুঝে উঠতে পারেনা ৩টি প্রাণি।

তারা সামান্য কয়েক মুহুর্ত দাঁড়িয়ে আগুন বাড়তে দেখে। তারপর ৩ জনই ছুটে পালায়। কুকুরদের ঘরে ঢোকা বার হওয়ার জন্য যে বিশেষ দরজা থাকে তাই দিয়ে ৩ জন চম্পট দেয়।

আগুন ঘরে ছড়িয়ে পড়লে দ্রুত সেখানে হাজির হয় দমকলবাহিনী। দমকলের ২টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ২টি কুকুর ও ১টি বেড়াল অক্ষতই রয়েছে। তাদের কোনও ক্ষতি হয়নি। তবে ঘরের অনেকটাই পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে আমেরিকার ওকলাহোমায়।

Share
Published by
News Desk

Recent Posts