World

২৫ তম জন্মদিন পালন করলেন ১০০ বছরের বৃদ্ধা

২৫ তম জন্মদিন পালিত হল ধুমধাম করেই। যৌবনোচ্ছ্বল বয়সে পা দিলেন শতবর্ষের বৃদ্ধা। নতুন বয়সে পা দিয়ে বেজায় খুশি তিনি।

Published by
News Desk

হতে পারে তাঁর ১০০ বছর বয়স হয়েছে। হতে পারে তাঁর ত্বক এখন লোলচর্ম। হতে পারে দৃশ্যত তিনি তাঁর যৌবন হারিয়ে এখন অতি বৃদ্ধা। কিন্তু এই বয়সে পৌঁছে নিজের শততম জন্মদিনের জায়গায় ২৫ তম জন্মদিন পালনের আনন্দই আলাদা। যা বেশ তারিয়েই উপভোগ করলেন তিনি।

উপভোগ করলেন তাঁর পরিবারের অন্য সদস্যরাও। ২ সন্তানের মা, ৫ নাতিনাতনির ঠাকুমা। সেই নাতিনাতনির আবার ১১ সন্তান। সকলে মিলে একশো বছরে পা রাখা বৃদ্ধার জন্মদিনের জোড়া আনন্দ উপভোগ করলেন।

১৯২৪ সালের ২৯ ফেব্রুয়ারি জন্মেছিলেন ওকলাহোমার বাসিন্দা মেরি ফোরসাই। দিনটা ছিল লিপ ইয়ারের লিপ ডে। ফলে প্রতি ৪ বছর অন্তরই তাঁর জন্মদিনের সঠিক তারিখটি ফিরে ফিরে আসে। ফলে ৪ বছর অন্তরই তাঁর জন্মদিনের দিনেই জন্মদিন পালিত হয়।

পরিবারের সকলে অবশ্য মনে করেন জন্মদিনের দিনটি বাকি ৩ বছর পালন করা সম্ভব না হওয়ায় তাঁরা ইচ্ছামত একটা দিনে মেরির জন্মদিন পালন করে থাকেন। সেটাও বেশ আনন্দের হয়।

তবে এবার তাঁর শতবর্ষ পূর্ণ হল। এটাও যেমন পরিবারের জন্য দারুণ আনন্দের, তেমনই আবার এবার ২৯ ফেব্রুয়ারি তাঁরা পালন করলেন মেরির জন্মদিন।

জোড়া আনন্দে শামিল হন পরিবারের প্রায় সকলেই। আনন্দ করে কেটে যায় বৃদ্ধার ১০০ বছর বয়সে পা এবং ২৫ তম জন্মদিন পালন।

Share
Published by
News Desk

Recent Posts