World

সাহায্য চেয়ে ভেসে এল গোঙানির শব্দ, উদ্ধারে গিয়ে তাজ্জব ২ পুলিশ

কেউ সাহায্য চাইছে একথা শোনার পর ২ পুলিশ আধিকারিক আর চুপ থাকতে পারেননি। কিন্তু অকুস্থলে পৌঁছে যা দেখলেন তাতে তাঁরা তাজ্জব।

Published by
News Desk

পুলিশের কাছে কেউ একজন ফোন করে জানান তিনি একটি জায়গা থেকে গোঙানির শব্দ পেয়েছেন। কেউ সাহায্য চাইছেন। শব্দটি খুব হালকা ভাবে পেয়েছেন তিনি।

একথা জানার পর কোথায় সেই সাহায্য প্রার্থনার শব্দ শোনা গেছে তা জেনে নেন ২ পুলিশ আধিকারিক। তারপর সময় নষ্ট না করে সেখানে হাজির হন।

সেখানে হাজির হওয়ার পর তাঁদের কানেও একটি খুব হালকা গোঙানির শব্দ আসে। তাঁরা সেই শব্দ ধাওয়া করে যেতে থাকেন। সবুজ প্রকৃতির বুক দিয়ে তাঁরা হাঁটতে থাকেন।

আওয়াজটা লক্ষ্য করেই হাঁটছিলেন তাঁরা। হাঁটতে হাঁটতে তাঁরা একটি ফার্ম হাউসের সামনে এসে পৌঁছন। সেখানেই দেখা মেলে কে উদ্ধারের প্রার্থনা করে ওভাবে গোঙাচ্ছে।

যা দেখার পর ২ পুলিশ আধিকারিক প্রথমে ঠিক করে উঠতে পারেননি তাঁদের কি করা উচিত। তাঁদের এই এত ছোটাছুটি যে পণ্ডশ্রম হল তাও বুঝে নিতে তাঁদের সময় লাগেনি।

পুলিশ দেখে কোনও মানুষ নয়, একটি ছাগল ওভাবে আওয়াজ করছে। যা দেখে কার্যত তাজ্জব হয়ে যান আধিকারিকরা। ওই ছাগলের মালিক পুলিশকে জানান, ছাগলটি ঠিকই ছিল। তবে তার এক বন্ধুকে তার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারপর থেকেই ছাগলটি ওভাবে গোঙাচ্ছে।

সব দেখে পুলিশ ওখান থেকে চলে আসে। আসার আগে আশপাশটা ঘুরে দেখে। কিন্তু কিছুই সন্দেহজনক দেখতে পাননি আধিকারিকরা।

Share
Published by
News Desk