World

ফের নাইট ক্লাবে গুলি, এবার অকুস্থল ওহিও

Published by
News Desk

স্থানীয় সময়ে রবিবার গভীর রাত। মার্কিন মুলুকের সিনসিনাটির ওহিও শহরের ক্যামিও নাইট ক্লাবে তখন রঙিন রাতে ভরপুর রঙের ছোঁয়া। আচমকাই সব খুশি নিমেষে উধাও হয়ে নামল সর্বনাশের আর্তনাদ। নাইট ক্লাবে তখন একাধিক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে ব্যস্ত। সেই গুলি কারও হাতে লাগছে, তো কারও পায়ে, কারও বা দেহের অন্য অংশে। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ছেন তাঁরা।

সকলেই তখন নাইট ক্লাব ছেড়ে প্রাণ বাঁচিয়ে বার হতে পারলে বাঁচেন। চারিদিকে শুধু ভয়ার্ত আর্তনাদ। অবশেষে পুলিশ আসে। তবে যে বা যারা গুলি চালায় তাদের কারও খোঁজ মেলেনি।

ক্যামিও নাইট ক্লাবে তখন রক্তাক্ত মানুষের যন্ত্রণা গুমরে বেড়াচ্ছে। পুলিশের প্রাথমিক দাবি, কেন এই গুলি চালনা তা পরিস্কার না হলেও, এর পিছনে সন্ত্রাসবাদী তত্ত্ব নেই। গুলিতে ১ জনের প্রাণ গেছে। আহত ১৪। কিছুদিন আগেই ফ্লোরিডার অরলান্ডোতে একটি নাইট ক্লাবে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যা করে আততায়ী।

Share
Published by
News Desk