World

৯৩ বছর পর তাক লাগিয়ে ফিরে এল একটি কবিতার বই

৯৩ বছর পর যে তার দেখা পাওয়া যাবে তা কেউ ভাবতেও পারেননি। কিন্তু সে ফিরল। বহাল তবিয়তে ফিরে এল একটি কবিতার বই।

Published by
News Desk

তার আশা সকলে ছেড়েই দিয়েছিলেন। অত্যন্ত দুষ্প্রাপ্য একটি কবিতার বই। যাতে অনেক কবির কবিতা রয়েছে। বলা ভাল কবিতা সংকলন। যা একটা সময়ের কবিতার ধরন, ভাষা, ভাবনা, মতাদর্শ সবই তুলে ধরে। সেদিক থেকে এ বইটির মূল্য অমূল্য।

এমন এক কবিতা সংকলন যে আদৌ রয়ে গেছে, ভাল অবস্থায় রয়ে গেছে, তা ভাবতেও পারেননি লাইব্রেরির বর্তমান কর্মকর্তারা।

তাঁরা ধরেই নিয়েছিলেন যে ও বই আর ফেরত পাওয়া যাবেনা। কিন্তু সে বই ফেরত এল ৯৩ বছর পার করে। প্রায় একটা শতক পার করে সেই বই ফেরত দিয়ে গেলেন যিনি বইটি লাইব্রেরি থেকে তুলেছিলেন তাঁর নাতনি।

ওই মহিলা জানিয়েছেন যে তিনি তাঁর ঠাকুমার ঘর পরিস্কার করছিলেন। তখনই পুরনো কিছু জিনিসের মধ্যে থেকে বইটি তিনি পান। তারপর বই খুলে ওহিও লাইব্রেরি কাগজ সাঁটা আছে দেখে বুঝতে পারেন যে তাঁর ঠাকুমা বইটি ওই লাইব্রেরি থেকে তুলেছিলেন কিন্তু ফেরত দিয়ে উঠতে পারেননি।

তাই তিনিই হার্ট থ্রবস নামে বইটি নিয়ে ৯৩ বছর পর হাজির হন লাইব্রেরিতে। এ বই ফেরত পেয়ে অত্যন্ত খুশি লাইব্রেরি কর্তৃপক্ষ। যে কোনও লাইব্রেরির বই নিলে তা সময়ে ফিরত দিতে হয়।

নাহলে প্রতি দিন পিছু অতিরিক্ত অর্থ গুনতে হয়। তবে ৯৩ বছর পর বইটি ফেরত দেওয়া হলেও ওই মহিলাকে এজন্য এক টাকাও দিতে হয়নি।

Share
Published by
News Desk

Recent Posts