World

চকোলেট আর ক্যারামেল লজেন্সের জন্য বন্ধ হল রাস্তা

চকোলেট আর ক্যারামেল লজেন্স যে একটা গুরুত্বপূর্ণ সড়ক এভাবে আটকে দিতে পারে তা এই ঘটনার কথা না জানলে ধারনা করা মুশকিল হত।

Published by
News Desk

গুরুত্বপূর্ণ সড়কপথের মধ্যে হাইওয়ে রয়েছে। সেখানে সর্বক্ষণ গাড়ি যাতায়াত চলতেই থাকে। একবার যদি কোনও হাইওয়ে কিছুক্ষণের জন্যও বন্ধ হয় তাহলেই প্রশাসনের মাথায় হাত পড়ে যায়। যানজট ছাড়ানোই এক চ্যালেঞ্জ হয়ে যায়। অবরোধ, দুর্ঘটনা বা এমন কয়েকটি কারণে এমন সড়ক কোনও কারণে স্তব্ধ হলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।

এবার এমনই এক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিল আপাত মামুলি চকোলেট লজেন্স। চকোলেট লজেন্সের সঙ্গে হাত মিলিয়ে অবস্থা আরও শোচনীয় করল ক্যারামেল লজেন্সও।

সামনে বড়দিন। তাই এমন চকোলেট লজেন্স, ক্যারামেল লজেন্সের চাহিদা বাড়তেই পারে। সেটাই হয়ত কারণ ছিল। একটি বিশাল ট্রাকে চকোলেট ও ক্যারামেল স্বাদের লজেন্স যাচ্ছিল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

ভোরের দিকে সেই ট্রাকটির সঙ্গে অন্য একটি ট্রাকের দুর্ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুর্ঘটনাগ্রস্ত লজেন্সের ট্রাক থেকে লজেন্সের বাক্সগুলি ভেঙে ছিটকে পড়ে রাস্তায়। গোটা হাইওয়ে লজেন্সে ভরে যায়।

প্রশাসনের তরফে দ্রুত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। অন্য পথ দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় দুর্ঘটনাগ্রস্ত ২টি ট্রাক সরানোর বিভাগকে। সেই সঙ্গে দ্রুত এই বিপুল পরিমাণ লজেন্স সরিয়ে রাস্তা ফাঁকা করতেও নির্দেশ দেওয়া হয়।

কাজও শুরু হয় রাস্তা সাফ করার। দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে রাস্তাকে লজেন্স মুক্ত করা সম্ভব হয়। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও-তে।

Share
Published by
News Desk

Recent Posts