World

এভাবেও ফিরে আসা সম্ভব, প্রায় ২০০ বছর বেপাত্তা থাকার পর ফের দেখা মিলল তার

প্রায় ২০০ বছর ধরে যদি কোনও প্রাণি কোনও জঙ্গল থেকে হারিয়ে যায় তাহলে তার কি আর দেখা মেলে। উত্তর না মনে হলেও আসলে তা হ্যাঁ হয়ে গেল।

উনবিংশ শতাব্দীর মাঝামাঝি কোনও একটা সময় তার দেখা মিলেছিল জঙ্গলে। সেই শেষবার। তারপর অনেক খুঁজেও এ প্রাণির দেখা মেলেনি। চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

এরপর কেটে গেছে প্রায় ২০০ বছর। এতকাল পর আচমকাই যেন সে ফিরে এল। ফিশার নামে একটি প্রাণি। যাকে প্রায় ২০০ বছর পর ফের দেখা গেল ক্লিভল্যান্ডের জঙ্গলে। ওয়াইল্ড ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে তার ছবি। যা দেখে বন আধিকারিকরা বিস্মিত।

ফিশার হল নেউলের মত একধরনের প্রাণি। তাকে যে ওই জঙ্গলে দেখা গেছে তা সরকারিভাবে সেখানকার বন দফতর জানিয়ে দিয়েছে। ফলে এ ফুটেজ নিয়ে আর কোনও সন্দেহের অবকাশ নেই।

ফিশার যে ফিরে এসেছে ওই জঙ্গলে তা পরিস্কার। এখন প্রশ্ন হল ফিশার কি সত্যিই হারিয়ে গিয়েছিল এখান থেকে? নাকি জঙ্গলের এমন কোথাও তার বাস ছিল যা মানব চক্ষুর আড়ালে!

বিশেষজ্ঞেরা মনে করছেন জঙ্গলে ওই প্রাণি থাকলে এই বিশাল সময়কালের মধ্যে তাকে অবশ্যই দেখা যেত। তাই তা ফিরেছে। আর তা ফিরেছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, প্রকৃতিকে রক্ষা করা, জঙ্গলের জলভাগকে রক্ষা করার ফল হিসাবে। এমনই মনে করছেন ওই জঙ্গলের দায়িত্বে থাকা আধিকারিকরা।

তবে প্রায় ২০০ বছর আগে শেষ দেখা যাওয়া একটি প্রাণির ফের দর্শন পাওয়া তাঁদের যেমন উল্লসিত করেছে, তেমনই অবাক করেছে বহু সাধারণ মানুষকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *