World

কপাল খুলে দিল পোষা কুকুর, রাতারাতি পকেটে ৪২ লক্ষ টাকা

তিনি বাড়িতে একটি কুকুর পোষেন। পোষ্যের লাইসেন্সও রয়েছে। সেই লাইসেন্স যে তাঁকে রাতারাতি ৪২ লক্ষ টাকার মালিক করে দেবে সেটা বুঝতে পারেননি ওই ব্যক্তি।

Published by
News Desk

কথায় বলে ভাগ্য যে কখন খুলে যাবে বলা যায়না। এই ব্যক্তির ক্ষেত্রে কতকটা তেমনই ঘটেছে। বাড়ির পোষ্যের লাইসেন্স নম্বর তাঁর ভাগ্য খুলে দিতে পারে এটা বোধহয় কল্পনাও করতে পারেননি তিনি। কিছুটা খেলার ছলেই তাঁর অত্যন্ত পছন্দের পোষ্যটির লাইসেন্স নম্বরটি নেওয়ার শখ হয়েছিল তাঁর।

একটি লটারি কাটার সময় তিনি পোষ্যের লাইসেন্সের নম্বরগুলি টিকিটে দেখে নেন। আর সেই টিকিট তাঁকে রাতারাতি ৫০ হাজার ডলারের মালিক করে দেয়। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটি প্রায় ৪২ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে আমেরিকার ওহিও-তে।

ওই ব্যক্তি পরে সংবাদমাধ্যমে জানান, তাঁর বাড়িতে একটি জার্মান শেফার্ড কুকুর ছিল। যাকে তিনি খুব ভালবাসতেন। কুকুরটির সঙ্গে তিনি খেলা করতেন। সেই কুকুরটি এ পৃথিবীতে আর নেই। তবে তার স্মৃতি এখনও রয়ে গেছে।

সেই কুকুরটির লাইসেন্স নম্বরটি তিনি টিকিট কাটার সময় ব্যবহার করেন। আর তাতেই আসে এই লটারি জয়। তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে তিনি ৫০ হাজার ডলার পুরস্কার জিতেছেন।

টিভিতে তাঁর নম্বর জেতাটা দেখে কার্যত তিনি কিছুক্ষণের জন্য নড়তেও পারছিলেননা। তাঁর এই অদ্ভুত লটারি জয় আমেরিকার সংবাদমাধ্যমগুলিতে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রে লটারির চলে রয়েছে। তবে এভাবে এক সময়ের পোষ্য কুকুরের লাইসেন্স নম্বর যে কারও ভাগ্য খুলতে পারে সেই আজব কাহিনিই সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে।

Share
Published by
News Desk