কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে কুকুর, প্রতীকী ছবি
কথায় বলে ভাগ্য যে কখন খুলে যাবে বলা যায়না। এই ব্যক্তির ক্ষেত্রে কতকটা তেমনই ঘটেছে। বাড়ির পোষ্যের লাইসেন্স নম্বর তাঁর ভাগ্য খুলে দিতে পারে এটা বোধহয় কল্পনাও করতে পারেননি তিনি। কিছুটা খেলার ছলেই তাঁর অত্যন্ত পছন্দের পোষ্যটির লাইসেন্স নম্বরটি নেওয়ার শখ হয়েছিল তাঁর।
একটি লটারি কাটার সময় তিনি পোষ্যের লাইসেন্সের নম্বরগুলি টিকিটে দেখে নেন। আর সেই টিকিট তাঁকে রাতারাতি ৫০ হাজার ডলারের মালিক করে দেয়। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটি প্রায় ৪২ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে আমেরিকার ওহিও-তে।
ওই ব্যক্তি পরে সংবাদমাধ্যমে জানান, তাঁর বাড়িতে একটি জার্মান শেফার্ড কুকুর ছিল। যাকে তিনি খুব ভালবাসতেন। কুকুরটির সঙ্গে তিনি খেলা করতেন। সেই কুকুরটি এ পৃথিবীতে আর নেই। তবে তার স্মৃতি এখনও রয়ে গেছে।
সেই কুকুরটির লাইসেন্স নম্বরটি তিনি টিকিট কাটার সময় ব্যবহার করেন। আর তাতেই আসে এই লটারি জয়। তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে তিনি ৫০ হাজার ডলার পুরস্কার জিতেছেন।
টিভিতে তাঁর নম্বর জেতাটা দেখে কার্যত তিনি কিছুক্ষণের জন্য নড়তেও পারছিলেননা। তাঁর এই অদ্ভুত লটারি জয় আমেরিকার সংবাদমাধ্যমগুলিতে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রে লটারির চলে রয়েছে। তবে এভাবে এক সময়ের পোষ্য কুকুরের লাইসেন্স নম্বর যে কারও ভাগ্য খুলতে পারে সেই আজব কাহিনিই সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে।
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…