World

একটি ময়ূরকে পাকড়াও করতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে পুলিশ

একটি ময়ূরকে গরু খোঁজা খুঁজে বেড়াচ্ছে পুলিশ। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাকে দেখতে পেলে ধরতে সাহায্য করার জন্য আর্জিও জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।

Published by
News Desk

তাদের হাতে ধরা দিচ্ছেনা একটি ময়ূর। এদিকে তাকে ধরতেই হবে। আদপে খোঁজ চলছিল ৪ ময়ূরের। তার মধ্যে ৩টিকে পাকড়াও করতে পেরেছে পুলিশ। কিন্তু একটির নাগাল তারা কিছুতেই পাচ্ছেনা। তবে তার খোঁজ করায় এতটুকু গাফিলতি করছে না পুলিশ। পুলিশের একটি দল হন্যে হয়ে খুঁজছে তাকে।

যেভাবেই হোক তাকে পাকড়াও করতেই হবে। ৩টে কে ধরা গেছে। একটা বাকি। তাই সে ময়ূরকে পাকড়াও করতে সোশ্যাল মিডিয়ার সাহায্যও নিচ্ছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকেও চোখকান খোলা রাখতে অনুরোধ করেছে তারা। ময়ূরটিকে দেখতে পেলেই যেন তাঁরা পুলিশকে খবর দেন তাও অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ময়ূরটিকে পাকড়াও করতে এতটাই মরিয়া হয়ে উঠেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত এক পরিবারের বাড়িতে থাকা পোষা ৪ ময়ূরকে নিয়ে। সেগুলিকে খেতে দেওয়ার সময় কোনওভাবে তাদের খাঁচায় ফাঁক থেকে গিয়েছিল। সেই ফাঁক দিয়েই ৪ ময়ূর বন্দি জীবন ছেড়ে বেড়িয়ে পড়ে বাইরে। তারপর যে যেদিকে খুশি হাঁটা দেয়।

খবর পেয়ে এর মধ্যে ২টিকে একসঙ্গে ধরতে পারে পুলিশ। একটি গাড়ির সামনে এসে পড়ায় ৩ নম্বরটিকেও ধরতে অসুবিধা হয়নি। কিন্তু বাকি ১টি ময়ূরের কোনও খোঁজ নেই। তার তল্লাশি জোরকদমে চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে সেই পলাতক ময়ূরের কথা এখন প্রায় সকলেই জেনে গেছেন।

Share
Published by
News Desk

Recent Posts