SciTech

৩০০ বছর পর ফিরে এল হারিয়ে যাওয়া পাখি

এ কোনও রূপকথার চেয়ে কম নয়। প্রাচীন এই পাখির ঝাঁক উড়ে বেড়াত ইউরোপ জুড়ে। আরও ৩ মহাদেশেও দেখা যেত তাদের। সেই পাখি ৩০০ বছর পর ফিরে এল।

Published by
News Desk

পৃথিবী থেকে অনেক প্রাচীন যুগের প্রাণি বিলুপ্ত হয়ে গেছে। নানা সময়ে তারা বিলুপ্ত হয়েছে। তেমনই ধরে নেওয়া হয়েছিল এই পাখির ক্ষেত্রেও। ৩০০ বছরে এ পাখির দেখা ইউরোপে পাওয়া যায়নি। ধরেই নেওয়া হয়েছিল যে এরাও বিলুপ্ত হয়ে গেছে।

কিন্তু ১৯৯০-এর দশকে এই পাখির ফের দেখা মেলে। তবে তা ইউরোপে নয়। আফ্রিকার দেশ মরক্কোতে। সেখানে অনেক খোঁজাখুঁজির পর ৫৯ জোড়া পাখির খোঁজ পান বিশেষজ্ঞেরা। আর দেরি না করে শুরু হয় এদের সংরক্ষণের কাজ।

যা ক্রমে এদের সংখ্যাকে বাড়াবে। সেটাই হয়। ২০১৮ সালে এদের সংখ্যা ৫০০-তে গিয়ে ঠেকে। যা অবশ্যই খুশির খবর ছিল। আরও বড় খবর হল এরপর এরা ফের ফিরতে শুরু করে ইউরোপে।

প্রাচীন যুগের এই পাখির নাম নর্দার্ন বল্ড আইবিস। লম্বা চঞ্চু, মাথায় কোনও পালক নেই, দেখেই বোঝা যায় এ পাখির মধ্যে একটা প্রাচীন পাখিদের ছোঁয়া রয়েছে।

৩০০ বছর হারিয়ে থাকার পর ফের তারা ফিরছে ইউরোপে। তাদের অতি বিরল প্রাণির তালিকা থেকে সরিয়ে বিরল পাখির তালিকায় নিয়ে আসা হয়েছে।

একসময় এই পাখি প্রচুর শিকার হওয়ায় এরা হারিয়ে যায় ইউরোপ থেকে। ৩০০ বছর তাদের না দেখা পেয়ে তাদের কথা ভুলেই গিয়েছিলেন সকলে। পরে মরক্কোতে তাদের আত্মপ্রকাশ পুরো চিত্র বদলে দেয়।

Share
Published by
News Desk