Categories: World

নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা

Published by
News Desk

নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ফের ছটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। সমুদ্রের ওপর ওই পরীক্ষা চালায় পিয়ংইয়ং। ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টা আগেই রাষ্ট্রসংঘ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদার করা নিয়ে বৈঠকে বসে। বারবার উত্তর কোরিয়াকে মানা করা সত্ত্বেও কোনও কিছুর তোয়াক্কা না করে তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

এ নিয়ে বেশ কয়েকবার কিম প্রশাসনকে সতর্কও করে রাষ্ট্রসংঘ। কিন্তু কোনও কিছুকেই তোয়াক্কা না করে নিজেদের মত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছিল কিম প্রশাসন।

ফলে তাদের ওপর এদিন কঠোরতম নিষেধাজ্ঞা জারি করে রাষ্ট্রসংঘ। বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রসংঘের এই পদক্ষেপের জবাব দিতেই এদিন সমুদ্রে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ফের একবার নিজেদের ক্ষমতা জাহিরের চেষ্টা করল কিম প্রশাসন।

Share
Published by
News Desk

Recent Posts