Categories: World

সফল ‘মুসুডান’ ক্ষেপণাস্ত্র, ফের শিরোনামে কিম

Published by
News Desk

বেশ কিছুদিন চুপচাপ থাকার পর ফের খবরের শিরোনামে উত্তর কোরিয়া এবং তার শাসক কিম জং উন। যাবতীয় নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে এদিন তাঁর নির্দেশেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পিয়ংইয়ং। দুটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তারা। পরীক্ষা সফলও হয়েছে।

উত্তর কোরিয়ার এই  মুসুডান ক্ষেপণাস্ত্রটি এর আগেও পরীক্ষার চেষ্টা হয়েছিল। তবে প্রতিবারই ব্যর্থ হয় প্রচেষ্টা। সমস্যা মিটিয়ে এদিনও উত্তর কোরিয়া উপকূলের কাছে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে তারা। যদিও দক্ষিণ কোরিয়ার দাবি পরীক্ষা ব্যর্থ হয়েছে। প্রথম ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি ফেটে গেল ফের দ্বিতীয় একটি মুসুডান আকাশে ছোঁড়ে উত্তর কোরিয়া সেনা। সেটি কিছুটা পথ অতিক্রম করলেও পুরো পথ অতিক্রম করতে পারেনি। এদিন প্রথম উৎক্ষেপণে ব্যর্থতার পর দ্বিতীয় উৎক্ষেপণে সাফল্যের কথা স্বীকার করেছে আমেরিকা ও জাপানও।

Share
Published by
News Desk

Recent Posts