World

খাঁচা থেকে বেরিয়ে মানুষ মারল সিংহ

Published by
News Desk

যেমন প্রাত্যহিক সিংহের থাকার জায়গা সাফ করা হয়। তেমনই হচ্ছিল। এ সময়ে সিংহদের ওই চত্বর সংলগ্ন একটি খাঁচায় তালাবন্দি অবস্থায় রাখা হয়। তারপর পরিস্কার হয়ে গেলে সেখান থেকে তাদের ছেড়ে দেওয়া হয় চত্বরে। কিন্তু সেই তালাবন্দি জায়গা থেকেই কীভাবে বেরিয়ে এল এক সিংহ। সিংহের জন্য নির্দিষ্ট খোলা চত্বরে তখন সাফাইয়ের কাজ করছিলেন সবে চিড়িয়াখানায় কাজে যোগ দেওয়া ২২ বছরের আলেকজান্দ্রা ব্ল্যাক। বেরিয়েই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে সিংহটি। সেখানেই তাঁকে আঁচড়ে, কামড়ে, থাবা দিয়ে মেরে ফেলে।

ওই চিড়িয়াখানাকর্মীর দেহ ওই চত্বর থেকেও বার করা যাচ্ছিলনা। অবশেষে ওই সিংহটিকে গুলি করে হত্যা করা হয়। তারপর সেই ঘেরা চত্বর থেকে বার করে আনা হয় ব্ল্যাকের দেহ। কীভাবে সিংহটি এভাবে বেরিয়ে আসতে পারল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আমেরিকার নর্থ ক্যারোলিনার বার্লিংটনে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk