ভুলে যাওয়া ইমেল অ্যাড্রেস ৪৮ বছর পর মিলিয়ে দিল ২ বন্ধুকে
পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার এক অন্যই আনন্দ। আর তা যদি ৪৮ বছর পর হয় তাহলে তো কথাই নেই। তবে এই সংযোগের কাহিনি বেশ চমকপ্রদ।
একটি ভুলে যাওয়া ইমেল অ্যাড্রেস অবশেষে ৪৮ বছর পর মিলিয়ে দিল ২ বন্ধুকে। তাও আবার পৃথিবীর ২ প্রান্তে থাকা ২ বন্ধুকে। একজন মার্কিন মুলুকের বাসিন্দা। অন্যজন জাপানের বাসিন্দা। শত ক্রোশ দূরে থাকলেও তাঁদের হৃদয়ের টানই হয়তো তাঁদের এতদিন পর দেখা করিয়ে দিল। যা আদপে করল একটি ইমেল অ্যাড্রেস।
জাপানের কাজুহিকো বেশ কিছুদিন উত্তর ক্যারোলিনার বাসিন্দা ওয়াল্টারের বাড়িতে থেকে পড়াশোনা করেছিলেন। সে সময় এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসাবেই তাঁর জাপান থেকে আমেরিকায় পড়তে আসা। যেমন ভাবে তখন ওয়াল্টার পরিবারের ছেলেটি গিয়েছিলেন জাপানে পড়াশোনা করতে।
বিশ্বকে আরও ভাল করে জানতে এক্সচেঞ্জ স্টুডেন্ট ধারাটির প্রচলন। এতে একদেশ থেকে অন্যদেশে একজন পড়তে যাবেন। আবার সেই দেশ থেকে এ দেশে কেউ পড়তে আসবেন।
কাজুহিকো এবং ওয়াল্টারের বন্ধুত্বও ছিল। তবে পড়াশোনার শেষে যখন কাজুহিকো ফিরে যান তারপর থেকে তাঁর সঙ্গে ওয়াল্টারের আর দেখা হয়নি। কথাও হয়নি। কাজুহিকো পরবর্তীকালে তাঁর ইমেল অ্যাড্রেস ওয়াল্টার পরিবারকে দিলেও সে ইমেল কোথাও হারিয়ে যায়। ফলে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
৪৮ বছর পর যখন ওয়াল্টার ফের একবার জাপানে যাচ্ছিলেন তখন তিনি স্থির করেন তাঁর পুরনো বন্ধু কাজুহিকোর সঙ্গে দেখা করবেন। কিন্তু তাঁকে পাবেন কোথায়! তাই তিনি সেই হারিয়ে যাওয়া ইমেল অ্যাড্রেসটি খুঁজতে থাকেন।
অবশেষে তাঁর ঠাকুমার পুরনো জিনিসপত্রের মধ্যে থেকে উদ্ধার হয় কাজুহিকোর ইমেল। জাপান যাওয়ার আগে সেই ইমেলে একটি মেল করেন ওয়াল্টার। যদি কাজুহিকো উত্তর দেন সেই আশায়।
আশা পূরণও হয়। কাজুহিকো উত্তর দেন। জাপানে পৌঁছনোর পর ২ জনে একদিন দেখা করেন। একসঙ্গে খাওয়াদাওয়া করেন। কথা হয় ২ পুরনো বন্ধুর। এই কাহিনিটি বিভিন্ন সংবাদমাধ্যমে আলোড়ন ফেলেছে।













