ঘর পরিস্কার ঠিকমত না করায় স্বামীকে ছুরি হাতে তাড়া করলেন স্ত্রী
ঘরদোর সব পরিস্কার করার কথা ছিল স্বামীর। কিন্তু তিনি তা ঠিক করে করেননি। এই অভিযোগে স্বামীকে ছুরি হাতে তাড়া করলেন স্ত্রী। ঘাড়ে আঘাতও করলেন।
স্বামীর দায়িত্বে ছিল ঘরদোর সব পরিস্কার করে ফেলা। বাড়ি পরিস্কার করার সেই দায়িত্ব তিনি ঠিকমত পালন করেননি। কেন করেননি? এই নিয়ে চাপা রাগটা জমে ছিল স্ত্রীর মনে। সেই নিয়ে কথা উঠতে তাই ছুরি হাতে নিয়ে স্বামীকে তাড়া করলেন স্ত্রী।
তারপর ঘাড়ে আঘাতও করলেন ছুরি দিয়ে। ঘর ঠিক করে পরিস্কার না করার কারণে রক্তাক্ত অবস্থায় স্বামীকে পৌঁছতে হল হাসপাতালে। বাড়ির সাফ সাফাই ঠিকমত না করায় কার্যত তাঁকে এভাবে শাস্তি দিলেন স্ত্রী।
অন্তত পুলিশের কাছে এমনই জানিয়েছেন অরবিন্দ সিং নামে ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে আমেরিকার উত্তর ক্যারোলিনায়। তবে যাঁদের মধ্যে এই ঘটনা তাঁরা ২ জনই ভারতীয়। কর্মসূত্রে সেখানে থাকেন।
যাঁর বিরুদ্ধে অভিযোগ, পেশায় শিক্ষিকা বছর ৪৪-এর চন্দ্রপ্রভা সিং পুলিশের কাছে পাল্টা দাবি করেছেন তিনি মোটেও স্বামীকে ছুরি মারেননি। তিনি তখন রান্না করছিলেন। হাতে থাকা ছুরি দিয়ে কুটনো কুটছিলেন।
সেই সময় তাঁর স্বামী এসে বলেন কোনও সাহায্য লাগবে কিনা। ঘর পরিস্কার না করে এভাবে সাহায্যের কথা বলায় তিনি রেগে যান। তিনি ছুরি হাতেই ঘুরে দাঁড়িয়ে কথা বলতে যান।
তখনই তাঁর হাতে থাকা ছুরি স্বামীর ঘাড়ে লেগে যায়। পুলিশ চন্দ্রপ্রভা সিংকে গ্রেফতার করে। পরে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে শর্ত সাপেক্ষে।













